প্রচ্ছদ » স্লাইডার নিউজ » বরিশালে যুবলীগ নেতা শাহীন সিকদারের বিরুদ্ধে প্রতারণা মামলা
Friday November 16, 2018 , 11:37 am
বিচারক মামলাটি আমলে নিয়ে আসামির বিরুদ্ধে সমন জারির নির্দেশ দেন
বরিশালে যুবলীগ নেতা শাহীন সিকদারের বিরুদ্ধে প্রতারণা মামলা
মুক্তখবর ডেস্ক রিপোর্ট : বরিশাল মহানগর যুবলীগের যুগ্ম আহ্বায়ক শাহীন সিকদারের বিরুদ্ধে ৩ লাখ টাকার চেক প্রতারণা মামলা দায়ের করা হয়েছে। বরিশাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে মামলাটি দায়ের করেন বরিশাল মহানগর যুবলীগের আহ্বায়ক নিজামুল ইসলাম। বিচারক মামলাটি আমলে নিয়ে আসামির বিরুদ্ধে সমন জারির নির্দেশ দেন। বরিশাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (ভারপ্রাপ্ত) আনিসুর রহমান ওই নির্দেশ জারি করেন। মামলা সূত্রে জানা যায়, বাদীর সাথে আসামির ব্যবসায়িক সম্পর্ক ছিলো। সেই সুবাদে আসামি বাদীর কাছ থেকে ৩ লাখ টাকা গ্রহণ করেন। বার বার তাগাদা দেয়া সত্ত্বেও আসামি শাহীন সিকদার টাকা পরিশোধ করেননি। পরে আসামি চলতি বছরের ৫ জুলাই উক্ত টাকার বিপরীতে একটি চেক দেন। চলতি বছরের ৩০ সেপ্টেম্বর ও ১০ সেপ্টেম্বর প্রিমিয়াম ব্যাংক ও ঢাকা ব্যাংকের অনুকূলে জমা দিলে চেকটি ডিজঅনার হয়। এরপর উকিল নোটিশ প্রদান করা হলেও আসামি কোনো জবাব না দেয়ায় বাদী মামলা করলে বিচারক উপরোক্ত আদেশ দেন।