|
টাউন হল সংলগ্ন জেলা ও মহানগর বিএনপি দলীয় কার্যলয়ের সামনে এ প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়
বরিশালে যুবদল-আইনজীবীদের বিক্ষোভ মিছিলে পুলিশের বাঁধা
মুক্তখবর ডেস্ক রিপোর্ট : বিএনপি চেয়ারপারর্সন সাবেক তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান সহ বিএনপি নেতৃবৃন্ধদের বিরুদ্ধে সরকারের সাজানো মিথ্যা মামলায় সাজা প্রদান করার প্রতিবাদে ও মামলা প্রত্যাহার সহ নিঃশর্ত মুক্তির দাবীতে বিক্ষোভ প্রতিবাদ সভা করেছে বরিশাল জেলা যুবদল। গতকাল রবিবার সকাল ১১টায় অশ্বিনী কুমার টাউন হল সংলগ্ন জেলা ও মহানগর বিএনপি দলীয় কার্যলয়ের সামনে এ প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। জেলা যুবদল সভাপতি এ্যাড. পারভেজ আকন বিপ্লবের সভাপতিত্বে প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন জেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতি মামুন রেজা খাঁন, সাংগঠনিক সম্পাদক এ্যাড. হাফিজ আহমেদ বাবলু, মাওলা রাব্বি শামীম, সদর কোতয়ালী যুবদল ভারপ্রাপ্ত সভাপতি কবীর হোসেন, সাধারন সম্পাদক কালাম হোসেন, বাবুগঞ্জ যুবদল সভাপতি আওলাদ হোসেন, যুবদল নেতা মনির হোসেন, বাখেরগঞ্জ যুবদল সাবেক সভাপতি খলিল সিকদার, বানারীপাড়া পৌর যুবদল আহবায়ক মোঃ তারিন প্রমুখ। প্রতিবাদ সভায় যুবদল নেতারা এসময় বলেন বর্তমান অবৈধ ভোটার বিহীন সরকার দেশে এত গুম, খুন ও পুলিশ দিয়ে বিরোধী দল বিএনপি নেতা-কর্মীদের নির্যাতন করে না দমাতে পেরে তাই সাজানো মিথ্যা মামলা দিয়ে বিএনপি চেয়ার পারর্সন খালেদা জিয়াকে জেল ঢুকিয়ে আগামী জাতীয় নির্বাচন থেকে দুরে রেখে ষড়যন্ত্রের মাধ্যমে পুনরায় নির্বাচন করে ক্ষমতায় বসার আপচেষ্টা করে যাচ্ছে। যুবদল নেতারা আরো বলেন স্বাধীনতার পর ব্যাং ডাকাতী করা সহ বর্তমানে ডিজিটালের নামে লুঠপাটের দেশের টাকা লুঠ করা হচ্ছে আগামীতে দেশের জনগন এর বিচার করবে। পরে প্রতিবাদ সভা শেষে মিছিল বেড় করার চেষ্টা করলে পুলিশ টাউন হল গেটের সামনে বাধা প্রদান করে মিছিল পন্ড করে দেয়। এদিকে: বরিশাল কোর্ট কম্পাউন্ডে বিক্ষোভ মিছিল করেছে বিএনপিপন্থী আইনজীবীরা। রোববার দুপুর দেড়টায় বরিশাল আইনজীবী সমিতি ভবনের সামনে থেকে মিছিলটি বের করা হয়। কিন্তু পুলিশের বাধার কারণে মিছিলটি বেশিদূর অগ্রসর হতে না পারায় সেখানে এক সংক্ষিপ্ত সমাবেশ করেন আইনজীবীরা। এতে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সাবেক সভাপতি আলহাজ্ব অ্যাড. আলী আহম্মেদের সভাপতিত্বে বক্তব্য রাখেন, সাবেক প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপারর্সন বেগম খালেদা জিয়ার আইনজীবী অ্যাড. আলী হায়দার বাবুল, মহানগর বিএনপি সাবেক নেতা অ্যাড. মহসিন মন্টু, সিনিয়র আইনজীবী মহশিন উল ইসলাম তাহের, বরিশাল কোতয়ালি বিএনপি সভাপতি অ্যাড. এনায়েত হোসেন বাচ্চু, বরিশাল আইনজীবী সমিতির সাবেক সম্পাদক অ্যাড. নাজিম উদ্দিন আহমেদ পান্না, অ্যাড. মাহমুদ হোসাইন মামুন, জেলা যুবদল সভাপতি অ্যাড. পারভেজ আকন বিপ্লব, জেলা যুবদল সাংগঠনিক সম্পাদক অ্যাড. হাফিজ আহমেদ বাবলু।
Post Views: ০
|
|