বিএনপি দলীয় কার্যালয় ও আশপাশের এলাকায় মোতায়েন করা হয় অতিরিক্ত পুলিশ
বরিশালে যুবদলের বিক্ষোভ মিছিলে পুলিশের বাধা
মুক্তখবর ডেস্ক রিপোর্ট : বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে কুমিল্লায় গ্রেফতারি পরোয়ারা জারির প্রতিবাদে বরিশালে যুবদল আয়োজিত বিক্ষোভ মিছিলে বাধা দিয়েছে পুলিশ। বুধবার সকাল সাড়ে ১০টায় জেলা এবং ১১টায় মহানগর যুবদল নগরীর সদর রোডের বিএনপি দলীয় কার্যালয়ের সামনে পুলিশ বেস্টনীতে বিক্ষোভ সমাবেশ করে। জেলা যুবদল সহসভাপতি মামুন রেজা খানের সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন জেলা যুবদল সাংগঠনিক সম্পাদক এ্যাডভোকেট হাফিজ আহম্মেদ বাবলু, যুগ্ম সম্পাদক মাওলা রাব্বী শামীম, কোতয়ালী যুবদল সভাপতি কবির হোসেন এবং সাধারন সম্পাদক কামাল হোসেন প্রমুখ। পরে একই স্থানে মহানগর যুবদল সভাপতি অ্যাডভোকেট আক্তারুজ্জামান শামীমের সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন সহসভাপতি কামরুল হাসান রতন ও সাধারন সম্পাদক মাসুদ হাসান মামুন প্রমুখ। সমাবেশ শেষে জেলা ও মহানগর যুবদলের ব্যানারে পৃথক বিক্ষোভ মিছিল শুরু হলে তাদের বাধা দেয় পুলিশ। যুবদলের বিক্ষোভকে কেন্দ্র করে যে কোন অনাকাংখিত পরিস্থিতি মোকাবেলায় বিএনপি দলীয় কার্যালয় ও আশপাশের এলাকায় মোতায়েন করা হয় অতিরিক্ত পুলিশ।