Current Bangladesh Time
বুধবার ডিসেম্বর ১১, ২০২৪ ৮:৪৯ পূর্বাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » বরিশালে যানজট মুক্ত রাখার জন্য ডিভাইটেড পিলার স্থাপন 
Saturday September 23, 2017 , 6:50 pm
Print this E-mail this

কদিকে যেমন যানজট কমবে,অন্যদিকে যানবাহন চালকদের মাঝে সচেতনতা ফিরে আসবে,কমে আসবে দূর্ঘটনা

বরিশালে যানজট মুক্ত রাখার জন্য ডিভাইটেড পিলার স্থাপন


স্টাফ রিপোর্টার : মেট্রো নগরী বরিশাল শহরের প্রধান প্রধান সড়কে যানজট মুক্ত রাখার জন্য সড়কগুলোতে ডিভাইটেড পিলার স্থাপনের কাজ করছেন মেট্রো ট্রাফিক পুলিশ।শুক্রবার দিনভর ট্রাফিক পুলিশের সদস্যরা নগরীর সড়কগুলোতে পাকা পিলার স্থাপন করেন।জানা গেছে আসন্ন শারদীয় দূর্গা উৎসব উপলক্ষে নগরীর সড়কগুলো যানজট মুক্ত রাখার জন্য বরিশাল মেট্রো ট্রাফিক দপ্তর থেকে নগরীর গুরুত্বপূর্ন সড়ক সদররোড,ফজলুল হক এ্যাভিনিয় সড়ক,গ্রিজ্জামহল্লাসহ বিভিন্ন স্থানে সড়ক ডিভাইটেড পিলার স্থাপন করা হচ্ছে।সড়কে পিলার স্থাপনের কাজে থাকা ট্রাফিক পুলিশ সদস্যরা জানান,বরিশালে চলাচলরত যানবাহনের চালকরা অনিয়মতান্ত্রিক ভাবে সড়ক ব্যাবহার করার কারনে প্রায় সময় সড়কগুলোতে যানজটসহ দূর্ঘটনা ঘটে,অন্যদিকে পথচারীদের রাস্তা পারাপারে চরম দূর্ভোগ পোহাতে হয়।একারনেই মেট্রো পুলিশ কমিশনার এস এম রুহুল আমিনের নির্দেশক্রমে ট্রাফিক বিভাগের ডিসি ট্রাফিক উপ-পুলিশ কমিশনার উত্তম কুমার পালের সার্বিক তত্বাবধায়নে টি.আই সামসুল আলম ও এটিআই সফিকুল ইসলামের উদ্যেগে নিজস্ব ট্রাফিক পুলিশ সদস্যদের দিয়ে শহরের সড়কগুলোতে ডিভাইটেড পাকা স্থাপন করার কাজ করাচ্ছেন।এসময় ট্রাফিক পুলিশ সদস্যদের কাজে সহযোগীতা করার জন্য বরিশাল জেলা ও মহানগর ব্যাটারী চালিত,ইজিবাইক,অটোরিকসা শ্রমীক কল্যাণ সংগঠনের লাইনম্যান আলমগীর হেসেন তাদের সাথে থেকে পিলার স্থাপন কাজে অংশ নেয়।উল্লেখ্য বরিশাল মেট্রো নগরীতে উন্নতি হলেও নেই কোন ওয়ান ওয়ে সড়ক সেই সাথে সড়ক অনুযায়ী বেড়েছে পর্যাপ্ত পরিমান যানবাহন এদেরকে নিয়ন্ত্রন করকে অনেক সময় দায়ীত্বরত ট্রাফিক পুলিশ সদস্যদের বেগ পেতে হয়।পুলিশ সদস্যরা আরো বলেন প্রর্যায়েক্রমে সকল সড়কে পিলার স্থাপন করার কাজ শেষ হলে একদিকে যেমন যানজট কমবে,অন্যদিকে যানবাহন চালকদের মাঝে সচেতনতা ফিরে আসবে,কমে আসবে দূর্ঘটনা।




Archives
Image
কলকাতা-আগরতলার মিশনপ্রধানদের ঢাকায় আনার বিষয়ে যা জানা যাচ্ছে
Image
বরিশালে লঞ্চের কেবিন থেকে যাত্রীর ৮টি পাসপোর্ট-ডলার উধাও
Image
নিখোঁজ যুবকের নম্বর থেকে টাকা চেয়ে মায়ের কাছে ফোন, পুলিশ বলছে সিম ক্লোন
Image
ভারতীয়দের জন্য ভিসা সীমিত করলো বাংলাদেশ
Image
বাংলাদেশ নিয়ে ভুয়া খবর ছড়াচ্ছে ভারতের ৪৯ গণমাধ্যম : রিউমর স্ক্যানার