ধর্মপ্রান মুসল্লীরা নগরীর বিভিন্ন মসজিদে দোয়া-মোনাজাত অনুষ্ঠিত হয়
বরিশালে যথাযোগ্যদায় ১০ই মহররম পবিত্র আসুরা পালিত
স্টাফ রিপোর্টার : বরিশালে যথাযোগ্য ১০ই মহররম পবিত্র আসুরা উপলক্ষে বিভিন্ন সংগঠন মিলাদ-দোয়া-মোনাজাত ও শোক মাতম র্যালির মাধ্যমে পালিত হয়েছে।বিকালে নগরীর ফলপট্টি মহররম কমিটির আয়োজনে প্রতিবছরের ন্যায় পুলিশের কঠোর প্রহরার মধ্যে শোক মাতম র্যালি বের করে।শোক মাতম র্যালিটি নগরীর বিভিন্ন স্থানের মোড়ে মোড়ে থামিয়ে হায় হোসেন হাসান বলে খঞ্জর আর জিঞ্জির দিযে নিজের শরীর রক্তাক্ত করে।আইন শৃংখলা পরিস্থিতি নিয়ন্ত্রন রাখার জন্য ফলপট্টি মহররম কমিটিকে রাতের পরিবর্তে দিনে শোক র্যালি করার অনুমতি প্রদান করে নগর পুলিশ প্রশাসন।তবে ফলপট্টি মহররম কমিটির ঐতিহ্যবাহি তাজিয়া করার অনুমতি না পাওয়ার কারনে আর সময় স্বল্পতার কারনে তাজিয়া করা সম্ভব হয়নি বলে আয়োজক কমিটি জানান।অপরদিকে নগরীর নতুনবাজার এলাকা থেকে পাক পাঞ্জাতনীয়া পরিষদের ব্যানারে একটি র্যালি বের করে।র্যালিটিতে মহররমের সঙ্গীত পরিবেশনের মাধ্যমে শোক র্যালি করে।এছাড়া ধর্মপ্রান মুসল্লীরা নগরীর বিভিন্ন মসজিদে দোয়া-মোনাজাত অনুষ্ঠিত হয়।