প্রচ্ছদ » Uncategorized » বরিশালে মেয়র সাদিক আবদুল্লাহ্’র নেতৃত্বে আওয়ামী লীগের মোটরসাইকেল মহড়া
Sunday October 29, 2023 , 11:16 am
তবে হরতালের সমর্থনে নগরীতে বিএনপি-জামায়াতের কোন তৎপরতা দেখা যায়নি
বরিশালে মেয়র সাদিক আবদুল্লাহ্’র নেতৃত্বে আওয়ামী লীগের মোটরসাইকেল মহড়া
মুক্তখবর ডেস্ক রিপোর্ট : বিএনপি ও জামায়াতের হরতালে নৈরাজ্য প্রতিরোধে বরিশালে নেতাকর্মীদের নিয়ে মোটরসাইকেল মহড়া দিয়েছেন সিটি মেয়র ও মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ। নৈরাজ্য প্রতিরোধে রবিবার সকাল ১০টা থেকে বেলা ১২টা পর্যন্ত নগরীর সদর রোডের সোহেল চত্ত্বরের দলীয় কার্যালয়ের সামনে শান্তি সমাবেশ করে মহানগর এবং জেলা আওয়ামী লীগ। শান্তি সমাবেশ শেষে সাদিক আবদুল্লাহর নেতৃত্বে সোহেল চত্ত্বর থেকে একটি মোটরসাইকেল মহড়া বের হয়। আওয়ামী লীগ এবং বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের নিয়ে মোটরসাইকেল মহড়াটি নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। তবে হরতালের সমর্থনে নগরীতে বিএনপি-জামায়াতের কোন তৎপরতা দেখা যায়নি।