Current Bangladesh Time
রবিবার অক্টোবর ১৯, ২০২৫ ৯:৫৫ পূর্বাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » বরিশালে মেসার্স ডোষ্ট ট্রেডার্স ফিলিং ষ্টেশনের বিরুদ্ধে তেল চুরির অভিযোগ 
Thursday September 9, 2021 , 10:20 am
Print this E-mail this

প্রতিদিন হাজার হাজার টাকার তেল কম দিয়ে গ্রাহকদের সাথে প্রতারণা করছে মেসার্স ডোষ্ট ট্রেডার্স ফিলিং ষ্টেশন

বরিশালে মেসার্স ডোষ্ট ট্রেডার্স ফিলিং ষ্টেশনের বিরুদ্ধে তেল চুরির অভিযোগ


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : বরিশাল নগরীর সাগরদি এলাকার মেসার্স ডোষ্ট ট্রেডার্স ফিলিং ষ্টেশনের বিরুদ্ধে তেল চুরির অভিযোগ। গ্রাহকদেরকে মাপে কম দিয়ে হাজার হাজার টাকার তেল মেরে দেয়া হচ্ছে প্রতিদিন। প্রতিবাদ করে উল্টো তোপের মুখে পড়ে গ্রাহকরা। বুধবার (সেপ্টেম্বর ৮) বিকেলে তেল চুরি করার সময় হাতেনাতে ধরা পড়ে স্টাফ জুলহাস ও জাহাঙ্গীর। সাংবাদিকদের উপস্থিতিতে সেই তেল আবার ফেরত দেয় তারা। বিকেল ৫টার দিকে একজন গ্রাহক ২৫ লিটারের একটি কন্টেইনারে ১৫ লিটার তেল নেন। এ সময় কৌশলে তাকে সাড়ে ১২ লিটার তেল দেয় ডোষ্টের স্টাফ জুলহাস ও জাহাঙ্গির। গ্রাহক বুঝতে পেরে প্রতিবাদ জানিয়ে বাকি তেল দাবি করেন। এতে তার উপর চড়াও হয় স্টাফ জুলহাস ও জাহাঙ্গির। বিধিবাম এ সময় কয়েকজন সাংবাদিক সেখানে পাম্প থেকে মোটরসাইকেলে তেল নিচ্ছিলেন। হট্রোগোল দেখে এগিয়ে গেলে অবশেষে বাকি সাড়ে তিন লিটার দিয়ে দিতে বাধ্য হয় ডোস্ট পাম্পের স্টাফরা। এ বিষয়ে সেখানে দায়িত্বরত ক্যাশিয়ার রিপনকে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন, আমি এটি নিয়ে কোন মন্তব্য করতে পারবো না। একাউন্ট্যান্ট জাহাঙ্গির হোসেন তেল চুরির পক্ষে সাফাই গেয়ে বলেন, এটা কিছু না, এটা নিয়ে নিউজ করার কিছু নেই। মেসার্স ডোষ্ট ট্রেডার্স ফিলিং ষ্টেশনের ম্যানেজার পরিচয়ে জাকির হোসন নামে একজন এই নিউজটি না করতে অনুরোধ করেন। পাশাপাশি কিছু টাকা দিয়ে সাংবাদিককে ম্যানেজ করারও চেষ্টা করেন। তিনি বলেন, এটি অপরাধ হয়েছে। তাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখার অনুরোধ করছি। এদিকে আরেক গ্রাহক মোঃ সেলিম অভিযোগ করে বলেন, আমি কুয়াকাটা যাওয়ার পথে মেসার্স ডোষ্ট ট্রেডার্স ফিলিং ষ্টেশন থেকে পাঁচশত টাকার তেল নেই। কিন্তু তেলের মিটার মোটেও নড়েনি। প্রতিবাদ করে কোন লাভ হয় না। পড়ে বুঝতে পারি আমাকে পাঁচশত টাকার পরিবর্তে মাত্র পঞ্চাশ টাকার তেল দিয়েছে। এভাবে প্রতিদিন হাজার হাজার টাকার তেল কম দিয়ে গ্রাহকদের সাথে প্রতারণা করছে মেসার্স ডোষ্ট ট্রেডার্স ফিলিং ষ্টেশন। এসব অবৈধ তেল চুরির টাকা স্টাফরা পায় নাকি মালিক পায়? এমন প্রশ্নের জবাবে এক কর্মচারী বলেন, সব কিছুর ভাগই মালিক/ম্যানেজারকে দিতে হয়।




Archives
Image
শাহজালালের আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে : মহাপরিচালক, ফায়ার সার্ভিস
Image
বরিশালে ডেঙ্গু আক্রান্ত হয়ে বৃদ্ধের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১২৬ রোগী
Image
বরিশালে আঞ্চলিক নির্বাচন কর্মকর্তাদের সঙ্গে সভায় সিইসি
Image
জাতীয় নির্বাচনে ধানের শীষে জাতীয় নির্বাচনে ধানের শীষে ভোট দেয়ার আহ্বান রহমাতুল্লাহ্’র
Image
ঝুঁকিপূর্ণ ঘোষণার ১০ বছর পর বরিশালে ৩৫টি ভবন ভাঙা শুরু