Current Bangladesh Time
বুধবার ডিসেম্বর ১১, ২০২৪ ৮:০৮ পূর্বাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » বরিশালে মৃত্যুদন্ডপ্রাপ্ত কয়েদির মৃত্যু ! 
Saturday March 17, 2018 , 6:49 pm
Print this E-mail this

মারাত্মক উচ্চ রক্তচাপের কারণে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে সে মারা যায়

বরিশালে মৃত্যুদন্ডপ্রাপ্ত কয়েদির মৃত্যু !


বরিশালে মৃত্যু দন্ডাদেশ প্রাপ্ত মোঃ জাফর গাজী (৪৮) নামে এক কয়েদির মৃত্যুর ঘটনা ঘটেছে। শনিবার বেলা ১ টার দিকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। মৃত মোঃ জাফর গাজী পটুয়াখালী জেলার দশমিনা উপজেলার চরহোসনাবাদ এলাকার মৃত নুর হোসেন গাজীর ছেলে। বিষয়টি নিশ্চিত করে বরিশাল কেন্দ্রীয় কারাগারের জেলার মোঃ বদরুদ্দোজা বলেন, পটুয়াখালীতে নারী নির্যাতন ও হত্যা মামলায় মৃত্যুদন্ডপ্রাপ্ত মৃত মোঃ জাফর গাজী। সে দীর্ঘদিন ধরে বরিশাল কেন্দ্রীয় কারাগারে বন্দী (নং ৬৭৫০/এ) হিসেবে রয়েছে। হৃদযন্ত্রে (হার্টে) সমস্যা দেখা দিলে শুক্রবার দিবাগত রাতে জাফর গাজী অসুস্থ হয়ে পড়ে। রাত ১২ টা ৪০ মিনিটে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন বিভাগের ইউনিট-১ এ ভর্তি করা হয়। সেখান চিকিৎসাধীন অবস্থায় শনিবার বেলা ১ টার দিকে তার মৃত্যু হয়। আইন অনুযায়ী সকল প্রক্রিয়া সম্পন্ন করে মৃতদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবেও বলে জানান তিনি। মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে হাসপাতালের ওয়ার্ড মাষ্টার আবুল কালাম বলেন, মারাত্মক উচ্চ রক্তচাপের কারণে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে সে মারা যায়।

শামীম আহমেদ, অতিথি প্রতিবেদক




Archives
Image
কলকাতা-আগরতলার মিশনপ্রধানদের ঢাকায় আনার বিষয়ে যা জানা যাচ্ছে
Image
বরিশালে লঞ্চের কেবিন থেকে যাত্রীর ৮টি পাসপোর্ট-ডলার উধাও
Image
নিখোঁজ যুবকের নম্বর থেকে টাকা চেয়ে মায়ের কাছে ফোন, পুলিশ বলছে সিম ক্লোন
Image
ভারতীয়দের জন্য ভিসা সীমিত করলো বাংলাদেশ
Image
বাংলাদেশ নিয়ে ভুয়া খবর ছড়াচ্ছে ভারতের ৪৯ গণমাধ্যম : রিউমর স্ক্যানার