|
বীর মুক্তিযোদ্ধা শাহজাহান সরদারকে সম্মাননা প্রদান
বরিশালে মুক্তিযোদ্ধা সমাবেশ
নিজস্ব প্রতিবেদক : এক মুক্তিযোদ্ধার সম্মানি ভাতার জমানো অর্থে প্রতিষ্ঠিত ৭১’র চেতনা, স্বাধীনতার ইতিহাস, গবেষনা যাদুঘর বরিশাল জেলা উত্তর আঞ্চলিক কার্যালয়ে সোমবার দিনব্যাপী জেলার ছয় উপজেলার মুক্তিযোদ্ধা সমাবেশ, জাতীয় শোক দিবসের আলোচনা সভা ও দোয়া-মিলাদ অনুষ্ঠিত হয়। ঢাকা-বরিশাল মহাসড়ক সংলগ্ন জেলার গৌরনদী উপজেলার বাটাজোর এলাকায় ব্যক্তিগত উদ্যোগ প্রতিষ্ঠিত যাদুঘরের প্রতিষ্ঠাতা সভাপতি, বাংলাদেশ মুক্তিযোদ্ধা কল্যান ও পূর্নবাসন সোসাইটির যুগ্ন মহাসচিব মুক্তিযোদ্ধা শাহজাহান সরদারের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি ছিলেন সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আব্দুল ওয়াদুদ সরদার। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, মুক্তিযোদ্ধা শরীফ জহিরুল আলম, আয়নাল হক, বাবুগঞ্জ উপজেলা কমান্ডার সেলিম খান, বাটাজোর ইউনিয়ন কমান্ডার আব্দুল কাদের, মুক্তিযোদ্ধা মফছের আলী, বীরাঙ্গনা বিভা রানী, হায়দার আলী শরীফ, আইউব আলী হাওলাদার, শেখ লকিতুল্লাহ, বামরাইল ইউনিয়ন যুবলীগের যুগ্ন আহবায়ক শাওন বালী প্রমুখ। সমাবেশে পাঁচ শতাধিক মুক্তিযোদ্ধা অংশগ্রহন করেন। সভা শেষে স্বাধীনতার স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ ১৫ আগস্টের ও মুক্তিযুদ্ধের সকল শহীদদের বিদেহী আত্মার শান্তি কামনায় দোয়া-মিলাদ অনুষ্ঠিত হয়। সবশেষে মুলাদী উপজেলা মুক্তিযোদ্ধাদের পক্ষ থেকে জেলা উত্তর আঞ্চলিক কার্যালয় ৭১’র চেতনা, স্বাধীনতা ইতিহাস, গবেষনা যাদুঘরের প্রতিষ্ঠাতা বীর মুক্তিযোদ্ধা শাহজাহান সরদারকে সম্মাননা প্রদান করা হয়।
Post Views:
০
|
|