সমাবেশে বিভিন্ন এলাকা থেকে শিক্ষার্থীদের কয়েক’শ মা অংশগ্রহণ করেন
বরিশালে মা সমাবেশ অনুষ্ঠিত
মুক্তখবর ডেস্ক রিপোর্ট : “শিক্ষিত মা এক সুরভিত ফুল, একটি ঘর হবে এক একটি স্কুল”- শ্লোগানকে ধারন করে জেলার গৌরনদী উপজেলার কটকস্থল সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে মঙ্গলবার দুপুরে মা সমাবেশ অনুষ্ঠিত হয়। স্কুল পরিচালনা কমিটির সভাপতি কামাল হোসেন মোল্লার সভাপতিত্বে মা সমাবেশে প্রধান অতিথি ছিলেন উপজেলা শিক্ষা অফিসার মোঃ ফয়সাল জামিল। বিশেষ অতিথি ছিলেন সহকারী শিক্ষা অফিসার মোঃ বদিউজ্জামান, গৌরনদী উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোঃ গিয়াস উদ্দিন মিয়া প্রমুখ। লেখাপড়ার মানউন্নয়নে সমাবেশে বিভিন্ন এলাকা থেকে শিক্ষার্থীদের কয়েক’শ মা অংশগ্রহণ করেন।