নগরীর রূপাতলী হাউজিং এলাকা থেকে ৫২ পিস ইয়াবাসহ সাইফুল ইসলাম সানিকে আটক করা হয়
বরিশালে মাদক সম্পৃক্ততায় সাবেক পুলিশ কনস্টেবল কারাগারে
মুক্তখবর ডেস্ক রিপোর্ট : বরিশাল মেট্রোপলিটন গোয়েন্দা (ডিবি) পুলিশের দায়ের করা মাদক মামলায় কোতয়ালি মডেল থানার সাবেক কনস্টেবল সাইফুল ইসলাম সানিকে জেলহাজতে প্রেরণ করেছেন আদালত। সোমবার (৬ আগস্ট) বরিশালের অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে সাইফুল ইসলাম সানি আত্মসমর্পণ করলে বিচারক মো. মারুফ আহম্মেদ ওই তাকে জেলহাজতে প্রেরণের নির্দেশ আদেশ। সাইফুল ইসলাম সানি বাকেরগঞ্জ উপজেলার চরামদ্দি এলাকার শাহজাহান সিরাজের ছেলে। মামলায় অভিযুক্ত হওয়ার পরপরই সাইফুল ইসলাম সানিকে বহিস্কার করা হয় পুলিশের চাকুরি থেকে। আদালত সূত্রে জানা যায়, ২০১৭ সালের ২২ সেপ্টেম্বর নগরীর রূপাতলী হাউজিং এলাকা থেকে ৫২ পিস ইয়াবাসহ সাইফুল ইসলাম সানিকে আটক করেন ডিবি পুলিশের উপ-পরিদর্শক (এসআই) দেলোয়ার। এ ঘটনায় মাদক আইনে মামলা দায়ের করা হয়। একই বছর ডিবির ওসি জসিম উদ্দিন ১৪ জনকে অভিযুক্ত করে চার্জশিট দাখিল করেন। এ মামলায় সাইফুল ইসলাম সানি দীর্ঘদিন পলাতক থেকে সোমবার আদালতে আত্মসমর্পণ করলে বিচারক তাকে জেলহাজতে প্রেরণ করা হয়।