Current Bangladesh Time
শনিবার এপ্রিল ১৯, ২০২৫ ১১:২০ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » বরিশালে মাদক মামলায় পুলিশ কনস্টেবল রিমান্ডে 
Tuesday July 3, 2018 , 4:48 pm
Print this E-mail this

দুই মাদক ব্যবসায়িকে আসামী করে সংশ্লিষ্ট থানায় মাদক আইনে মামলা দায়ের

বরিশালে মাদক মামলায় পুলিশ কনস্টেবল রিমান্ডে


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : বরিশালে মাদক আইনের মামলায় আসামী এক পুলিশ সদস্যকে ১দিনের রিমান্ডে নিয়ে জিঙ্গাসাবাদের অনুমতি দিয়েছেন আদলত। রোববার (০১ জুলাই) বরিশালের মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মো. শামীম আহমেদ আসামীর বিরুদ্ধে এ রিমান্ড আবেদন মঞ্জুর করেন। এর আগে মামলার তদন্তকারী কর্মকর্তা মেট্রোপলিটন এয়ারপোর্ট থানার উপ-পরিদর্শক মো. ফিরোজ আলম মুন্সি গত ২৮ জুন ওই আদালতে আসামীর বিরুদ্ধে ৭ দিনের রিমান্ড আবেদন করেছিল। আসামীরা হলেন, বরিশালের এয়ারপোর্ট থানাধীন মুশুরিয়া এলাকার মৃত আইয়ুব আলী আকনের ছেলে সাবেক বিএমপি পুলিশ কনস্টেবল মো. মেহেদী হাসান। এজাহার সূত্রে জানা গেছে, গত ২৭ জুন রাত ১০টা ৪০ মিনিটের সময় এয়ারপোর্ট থানার পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে ২৮ নম্বর ওয়ার্ডের চৌহুতপুর এলাকার চারণ কবি মুকুন্দ দাস কালিবাড়ির সামনে অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ি সাবেক পুলিশ সদস্য মো. মেহেদী হাসান ও মো. খোকন সরদারকে আটক করে। পরে তাদের দেহ তল্লাশি করে ১৯ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে। এ ঘটনায় ওই দিনই এয়ারপোর্ট থানার এসআই মো. হাসান বশির বাদী হয়ে ওই দুই মাদক ব্যবসায়িকে আসামী করে সংশ্লিষ্ট থানায় মাদক আইনে মামলা দায়ের করেন।




Archives
Image
মশার যন্ত্রণায় অতিষ্ঠ হয়ে উঠেছেন বরিশাল নগরীর বাসিন্দারা
Image
ইতিহাসের সর্বোত্তম নির্বাচন করবে অন্তর্বর্তী সরকার : প্রধান উপদেষ্টা
Image
যেসব শর্ত না মানলে হতে পারবেন না ওসি
Image
খালেদা জিয়ার গাড়িবহরে হামলার ঘটনায় সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর ‘ক্যাশিয়ার’ গ্রেপ্তার
Image
মুফতি ফয়জুল করীমকে বরিশালের মেয়র ঘোষণার দাবিতে মানববন্ধন