গাঁজা রাখার দায়ে যাবজ্জীবন ও ফেন্সিডিল রাখার দায়ে ৫ বছরের সশ্রম কারাদন্ড প্রদান
বরিশালে মাদক মামলায় এক জনের যাবজ্জীবন কারাদন্ড
মুক্তখবর ডেস্ক রিপোর্ট : বরিশাল বরিশালে মাদক মামলায় এক ব্যক্তির যাবজ্জীবন কারাদন্ড দিয়েছে আদালত। রোববার বরিশালের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোঃ মিজানুর রহমান এ দন্ডাদেশ প্রদান করেন। দন্ডপ্রাপ্ত গণেশ হালাদার বাকেরগঞ্জের চরগোমা এলাকার বাসিন্দা কালাচান হালদারের ছেলে। মামলা সুত্রে জানা গেছে, ২০১৪ সালের ৩০ জুলাই গোপন সংবাদের ভিত্তিতে লাহার হাট লঞ্চঘাট এলাকায় অভিযান চালায় র্যাব-৮ এর একটি দল। এসময় ইঞ্জিন চালিত একটি নৌকায় তল্লাসী চালিয়ে ৪১ কেজি গাজা, ১০৮ বোতল ফেন্সিডিল ও ১০৫ লিটার তরল ফেন্সিডিল উদ্ধার করা হয়। ঘটনায় পরদিন ৩১ জুলাই বন্দর থানায় একটি মামলা দায়ের করেন ডিএডি শাহজাহান মিয়া। একই বছরের ১০ সেপ্টেম্বর দন্ডপ্রাপ্তকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দাখিল করেন। আদালতে ৯ জনের সাক্ষ্যে গ্রহন শেষে অভিযোগ প্রমাণিত হলে আসামির অনুপস্থিতিতে গাঁজা রাখার দায়ে যাবজ্জীবন ও ফেন্সিডিল রাখার দায়ে ৫ বছরের সশ্রম কারাদন্ড প্রদান করেন।