নিজস্ব প্রতিবেদক : বরিশাল নগরীর কাশিপুরের ইছাগুড়া এলাকার একটি বাড়িতে অভিযান চালিয়ে একশত গ্রাম গাঁজা উদ্ধার করেছে মাদক দ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর। তবে এই ঘটনায় কাউকে আটক করতে পারেনি তারা। তাদের উপস্থিতি টের পেয়ে পালিয়ে গেছে মাদক ব্যবসায়ী যুবক। এই ঘটনায় থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করে মাদক দ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর বরিশাল কার্যালয়ের পরিদর্শক ফরহাদ হোসেন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে এয়ারপোর্ট থানাধীন ইছাগুড়া এলাকার মাদক ব্যবসায়ী দ্বীন ইসলাম এর ঘরে তল্লাশী অভিযান পরিচালনা করেন তারা। এসময় সেখান থেকে একশত গ্রাম গাঁজা উদ্ধার করা হয়েছে। তবে তাদের উপস্থিতি টের পেয়ে দীন ইসলাম বিপুল পরিমান গাঁজা নিয়ে পালিয়ে গেছে। এই ঘটনায় তার বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করা হয়েছে বলে জানান তিনি।