আলমগীর হোসেন ও পারুল বেগম দীর্ঘদিন থেকে যৌথভাবে মাদক ব্যবসা করে আসছিলো
বরিশালে মাদক ও বিক্রির টাকাসহ দুইজন আটক
bty
মুক্তখবর ডেস্ক রিপোর্ট : বরিশাল নগরীর কেডিসি বস্তি এলাকা থেকে মাদক ও মাদক বিক্রির টাকাসহ দুইজনকে আটক করা হয়েছে। আটককৃতরা হলো, ওই এলাকার মৃত মুনসুর আলী খানের পুত্র আলমগীর হোসেন (৬৫) ও তার বসত ঘরের ভাড়াটিয়া মুনসুর আলীর স্ত্রী পারুল বেগম (৪০)। মঙ্গলবার বেলা ১১ টার দিকে মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের বরিশাল বিভাগীয় গোয়েন্দা কার্যালয়ের সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে ওই অভিযান পরিচালনা করেন। বিষয়টি নিশ্চিত করে বিভাগীয় গোয়েন্দা কার্যালয়ের পরিদর্শক জিল্লুর রহমান জানান, আটক আলমগীর হোসেনকে স্থানীয়রা ডাক্তার নামেই চেনেন। তিনি ও পারুল বেগম দীর্ঘদিন থেকে যৌথভাবে মাদক ব্যবসা করে আসছিলো। গোপন সংবাদের ভিত্তিতে তাদের বাসায় অভিযান চালিয়ে ২০ গ্রামের ১০টি প্যাকেটে ২০০ গ্রাম গাঁজা ও মাদকবিক্রির মোট ৪০ হাজার টাকা উদ্ধার করা হয়। এ ঘটনায় কোতোয়ালী মডেল থানায় মাদক নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করা হয়েছে।