Current Bangladesh Time
শনিবার অক্টোবর ১৮, ২০২৫ ৬:৫১ পূর্বাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » বরিশালে মহাসড়কের বেইলি ব্রিজ ভেঙ্গে দক্ষিণাঞ্চলের সাথে যান চলাচল বন্ধ 
Wednesday July 18, 2018 , 7:23 pm
Print this E-mail this

৮০ কিলোমিটার সড়ক অতিরিক্ত ঘুরে আসায় যাত্রীদের চরম ভোগান্তি ও দুর্ভোগ

বরিশালে মহাসড়কের বেইলি ব্রিজ ভেঙ্গে দক্ষিণাঞ্চলের সাথে যান চলাচল বন্ধ


শামীম আহমেদ : ঢাকা-বরিশাল মহাসড়কের গৌরনদীতে নির্মাণাধীন কালভাটেরস্থানে বিকল্প বেইলি ব্রিজের ওপর বালু বোঝাই ট্রাক উঠায় বিকল্প বেইলি ব্রিজটি ধসে পড়েছে। এতে মহাসড়কের যানবাহন চলাচল বন্ধ হয়ে গেছে। বেইলি ব্রিজ ভেঙ্গে পরার কারণে বরিশালসহ দক্ষিণাঞ্চলের ছয় জেলার ১৯টি রুটের সরাসরি সব ধরণের যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। ফলে লাশ ও রোগিবাহী এ্যাম্বুলেন্সসহ অসংখ্য ট্রাক, দূরপাল্লার যাত্রীবাহী বাস আটকে পরে যাত্রীদের চরম ভোগান্তি ও দুর্ভোগ পোহাতে হচ্ছে। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, রাজবাড়ী থেকে বালু বোঝাই করে ট্রাক (ঢাকা মেট্রো-ট-২০-৭৪০৮) মঙ্গলবার ভোররাত চারটার দিকে গৌরনদীর উদ্দেশ্যে রওনা হয়। পথিমধ্যে বালু বোঝাই ট্রকাটি ভোর ছয়টার দিকে ইল্লা এলাকা অতিক্রম করছিলো। এ সময় নির্মাণাধীণ কালভার্টেরস্থানে বিকল্প বেইলী ব্রিজে ওপর ট্রাকটি উঠলে বেইলি ব্রিজটি ভেঙ্গে পরে ট্রাকটি আটকে যায়। ফলে ঘটনাস্থলের উভয় দিকে প্রায় দুই শতাধিক যানবাহন আটকে পরে। এ রির্পোট লেখা পর্যন্ত (মঙ্গলবার বিকেল সাড়ে চারটা) ঢাকা-বরিশাল মহাসড়কে সরাসরি যানবাহন চলাচল বন্ধ রয়েছে। সূত্রে আরও জানা গেছে, বালু বোঝাই ট্রাকের ভারে বিকল্প বেইলি ব্রিজটি ভেঙ্গে পরায় দুরপাল্লার বাস ও ট্রাকগুলো রাজৈর- কোটালীপাড়া-পয়সারহাট-গৌরনদী সড়ক হয়ে বরিশালসহ দক্ষিণাঞ্চলে প্রবেশ করে। এতে প্রায় ৮০ কিলোমিটার সড়ক অতিরিক্ত ঘুরে আসায় প্রায় দেড়ঘন্টার বেশি সময় অতিবাহিত হওয়ায় যাত্রীদের ভোগান্তি পোহাতে হচ্ছে। বরিশাল সড়ক ও জনপথ বিভাগের উপ-সহকারী প্রকৌশলী মোঃ আবু হানিফ জানান, ঢাকা-বরিশাল মহাসড়কের গৌরনদী উপজেলার ইল্লা নামকস্থানের একটি কালভার্ট দীর্ঘদিনের পুরানো হওয়ায় ওইস্থানে নতুন কালভার্ট নির্মাণের জন্য পুরানো কালভার্টটি ভেঙ্গে ফেলা হয়েছে। গত ১৫ দিন আগে মহাসড়কে যানবাহন চলাচল সচল রাখতে পুরানো কালভার্টের পশ্চিম পাশে বিকল্প বেইলি ব্রিজ নির্মাণ করা হয়। অতিরিক্ত মালবাহী ট্রাকের ভারবহন করতে না পারায় বিকল্প ব্রিজটি দেবে ও আংশিক ভেঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। যোগাযোগ ব্যবস্থা পুণঃস্থাপন করতে সড়ক ও জনপথ বিভাগের কর্মকর্তা, হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা কাজ করেছে। গৌরনদী হাইওয়ে থানার ওসি শেখ মোঃ আতিয়ার রহমান জানান, এ ঘটনায় ঠিকাদারের পক্ষ থেকে ট্রাকের বিরুদ্ধে গৌরনদী হাইওয়ে থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। ঘটনাস্থল থেকে দূর্ঘটনাকবলিত ট্রাকটি সরিয়ে দ্রুত ভাঙ্গা ব্রিজটি মেরামত করে যানবাহন চলাচলের উপযোগী করে তোলার কাজ শুরু করা হয়েছে।




Archives
Image
ঝুঁকিপূর্ণ ঘোষণার ১০ বছর পর বরিশালে ৩৫টি ভবন ভাঙা শুরু
Image
চট্টগ্রাম ইপিজেডে কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড
Image
সাত কলেজ নিয়ে বিভিন্ন গ্রুপ গুজব ছড়াচ্ছে : শিক্ষা উপদেষ্টা
Image
বর্ণাঢ্য আয়োজনে বরিশালে কালবেলা’র তৃতীয় বর্ষপূর্তি উদযাপন
Image
বরগুনার তালতলীতে জলবায়ু ঋণ বাতিলের দাবিতে পদযাত্রা