মুক্তখবর ডেস্ক রিপোর্ট : আধুনিক বরিশালের রুপকার ও বরিশাল সহ দক্ষিনাঞ্চলের শিক্ষা ও সংস্কৃতির অগ্রপথিক শিক্ষানুরাগী মহাত্মা অশ্বিনী কুমার দত্ত’র ১৬৫ তম জন্ম জয়ন্তী আজ। ১৬৫ তম জন্ম জয়ন্তী উপলক্ষে উত্তরণ সাংস্কৃতিক সংগঠন সরকারি ব্রজমোহন কলেজের জীবনানন্দ দাশ চত্বরে আজ সোমবার সন্ধ্যা ৬টায় প্রদীপ প্রজ্জ্বালনের মাধ্যমে শ্রদ্ধা জানান। এ সময় উপস্থিত ছিলেন-কাজল ঘোষ সভাপতি, বরিশাল নাটক, নজমুল হোসেন আকাশ সভাপতি, বরিশাল সাংস্কৃতিক সংগঠন সমন্বয় পরিষদ দেবাশীষ চক্রবর্তী সাধারণ সম্পাদক বরিশাল সাংস্কৃতিক সংগঠন সমন্বয় পরিষদ, স্নেহাংশু বিশ্বাস সভাপতি অশ্বিনী কুমার স্মৃতি সংসদ বরিশাল, আল-আমীন সরোয়ার সম্পাদক শিক্ষক পরিষদ ব্রজমোহন কলেজ, রনজিত মল্লিক সহকারী অধ্যাপক ইংরেজী বিভাগ ব্রজমোহন কলেজ বরিশাল, উত্তরণ সাংস্কৃতিক সংগঠনের সভাপতি জুবায়ের শাহেদ ও সাধারণ সম্পাদক শাকিল আহমেদ সহ সংগঠনের কর্মীরা।