মুক্তখবর ডেস্ক রিপোর্ট : বরিশালে ৪২পিচ এ্যম্পুল জি-মরফিন ইনজেকশনসহ এক গৃহবধুকে আটক করে বরিশাল মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। গত ২০ আগস্ট বিকেলে তাকে আটক করে মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) উপ-পুলিশ পরিদর্শক এসআই দেলোয়ার হোসেন। জানা গেছে বরিশাল নগরীর ২০ নং ওয়ার্ডের কলেজ-রো সড়কস্থ আসিফ মঞ্জিলের ৪র্থ তলার ভাড়াটিয়া বাসা থেকে তাকে আটক করা হয়। আটককৃতরা হলেন সাইমুম খাঁন স্ত্রী সিাথিঁ আক্তার (২০), মৃত হাতেম হাওলাদার ছেলে মোঃ হারুন অর-রশিদ হাং (৬০) ও হারুন অর রশিদের পুত্র সুমন হাওলাদার (৩০)। এরা সবাই ঝালকাঠি জেলার নলছিটি উপজেলার কয়ের চর এলাকার বাসিন্দা। তাদের কাছ থেকে ৪২ পিচ এ্যম্পুল জি-মরফিন ইনজেকশন উদ্ধার করেন এসআই দেলোয়ার হোসেন। এঘটনায় বরিশাল কোতয়ালী মডেল থানায় মাদক নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করা হয়েছে।