Current Bangladesh Time
সোমবার অক্টোবর ৭, ২০২৪ ৭:৪০ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » বরিশালে মন্দিরের মনসা ও কালি প্রতীমা ভেঙ্গে পুকুরে ফেলল দুর্বিত্তরা 
Wednesday August 30, 2017 , 8:00 pm
Print this E-mail this

পুলিশের কাছ থেকে সহযোগিতা না পেয়ে আদালতের স্মরনাপন্ন হয়েছেন লিপি রানী দাস

বরিশালে মন্দিরের মনসা ও কালি প্রতীমা ভেঙ্গে পুকুরে ফেলল দুর্বিত্তরা


স্টাফ রিপোর্টার : বরিশালে বিরোধীয় জমিতে থাকা মা মনসা ও কালিমন্দেরর প্রতীমা ভাংচুর এবং লুটপাটের অভিযোগ পাওয়া গেছে।এতে বাঁধা দেয়ায় জমির মালিকানা দাবীদার এক গৃহবধূকে মারধর করেছে দুর্বিত্তরা।সোমবার দিবাগত গভির রাত সোয়া একটা হতে রাত তিনটা পর্যন্ত বরিশাল নগরীর বিএম কলেজ এলাকায় টিএনটি কার্যালয়ের সামনে এই ঘটনা ঘটে।অভিযোগ উঠেছে বিরোধীয় জমি জবর দখলে নিতে স্থানীয় কাউন্সিলর ও জমির অবৈধভাবে মালিকানা দাবীদাররা তাদের লোকজন নিয়ে মন্দিরের প্রতীমা ভাংচুর এবং লুট পাটের ঘটনা ঘটে।এর পূর্বে গত ২৭ আগস্ট রাতে ওই একই মন্দিরের তার পাশের বেড়া এবং টিনের চালা ভেঙ্গে নিয়ে যায় দুর্বিত্তরা।জমির মালিকানা দাবীদার লিপি রানী দাস জানান, মন্দির এবং পার্শ্ববর্তী বাড়ির ২৩ শতাংশ জমি নিয়ে একই এলাকার জাহিদুর রহমান ওরফে চাউলা জাহিদ এবং সবুজ এর সাথে বিরোধ চলে আসছে।তাদের দাদী রানী বালা শীল জীবিত থাকাবস্থায় জমি নিয়ে দায়ের হওয়া মামলা পরিচালনার জন্য জাহিদকে জমির পাওয়ার দেয়া হয়।মামলায় পক্ষে রায় হলে জাহিদকে জমি থেকে তিন শতাংশ দেয়ার চুক্তি ছিলো।কিন্তু সেই মামলার কি রায় হয়েছে তার কোন কাগজপত্রই দিচ্ছে না জাহিদ।তিনি বলেন, রানী বালা শীল এর মৃত্যুর পর জমির পাওয়ারকে কাজে লাগিয়ে জাল জালিয়াতির মাধ্যমে ভূঁয়া দলিল তৈরী করে জমিটি জবর দখলের চেষ্টা চালিয়ে আসছে জাহিদ।এমনকি ওই জমির কিছু অংশ সবুজ নামের এক ব্যক্তির কাছে বিক্রিও করে।লিপি রানী দাস অভিযোগ করে বেশ কিছু দিন ধরেই বিরোধপূর্ন জমিটি জবর দখলের জন্য নানা ভাবে পায়তারা চালিয়ে আসছে জাহিদ এবং সবুজ।এজন্য ক্ষমতাসিন দলের স্থানীয় দুই কাউন্সিলর এবং জেলা ছাত্রলীগের এক সহ-সভাপতি ও বিএম কলেজ ছাত্র নেতার সহযোগিতায় ১৮ লাখ টাকা লেন দেনের মাধ্যমে বিষয়টি মিমাংসার
প্রস্তাব দেয়া হয়।তবে এর থেকে জমি বাবদ মাত্র ৪ লাখ টাকা লিপি রানি দাসকে দেয়ার প্রস্তাব দেয় ১৯ নং ওয়ার্ড কাউন্সিলর ও মহানগর আওয়ামীলীগের যুগ্ম সাধারন সম্পাদক গাজী নঈমুল হোসেন লিটু।এতে রাজি না হওয়ায় গত ২৪ আগস্ট লিপি’র বাবা তপন কুমার শীলকে অপহরনের চেষ্টা করে কাউন্সিলর নঈমুল হোসেন লিটু এবং জাহিদ ওরফে চাউলা জাহিদ এর লোকজন।এই ঘটনায় ওই দিনই থানায় সাধারন ডায়েরী করা হয়েছে।এই ঘটনার তিন দিনের মাথায় ২৭ আগস্ট গভির রাতে বিরোধী জমিতে থাকা গত ৮৫ বছরের পুরানো মনোসা ও কালি মন্দিরে হামলায় চালায় জাহিদ এর লোকজন।এসময় তার দুই নারীকে মারধর করে মন্দিরের বেড়া টিনের চালা নিয়ে যায়।এ নিয়ে বিভিন্ন গনমাধ্যমে সংবাদ প্রকাশিত হলে ক্ষিপ্ত হয় জমির অবৈধ মালিকানা দাবীদার ও তাদের মদদ দাতা ওয়ার্ড কাউন্সিলর গাজী নঈমুল হোসেন লিটু।এর পরিপ্রেক্ষিতে গত সোমবার রাত সোয়া ১টা থেকে তিনটা পর্যন্ত দফায় দফায় হামলা এবং ভাংচুর চালিয়ে মনোসা ও কালিমাতার মন্দিরের প্রতীমা ভেঙ্গে গুড়িয়ে দিয়েছে দুর্বিত্তরা।লিপি রানী দাস অভিযোগ করেন, ১৯ নং ওয়ার্ড কাউন্সিলর গাজী নঈমুল হোসেন লিটুর লোকজন নিয়ে মন্দির চুরির চেষ্টা করে চাউলা জাহিদ।বিষয়টি টের পেলে মন্দিরের পাশে বসবাসকারী জমির মালিক মিলন চন্দ্র শীল এর স্ত্রী ঝুমা পাল বাঁধা দেয়। এতে তাকে মারধর করে প্রতীমা নিয়ে পালাতে গেলে প্রতীমা নিয়ে পড়ে যায়।এতে প্রতীমা ভেঙ্গে যায়।তাৎক্ষনিকভাবে পরিবারের সদস্যরা থানা পুলিশকে সংবাদ দিলে পালিয়ে যায় মন্দিরে ভাংচুরকারীরা।তবে পুলিশ চলে যাবার পরে রাত ৩টার দিকে হামলাকারীরা দ্বিতীয় দফায় মন্দিরে এসে প্রতীমা চুরি করে নিয়ে ভেঙ্গে গুড়িয়ে বিএম কলেজের পুকুরে ফেলে দেয় বলে অভিযোগ লিপি রানীর।তিনি বলেন, বিষয়টি থানা পুলিশকে বার বার জানানো সত্যেও তারা কোন ব্যবস্থা নেয়নি। যে কারনে প্রতীমা ভাংচুরের পরে সকাল ৬টার দিকে তৃতীয় দফায় ইট-বালু নিয়ে ইমারত নির্মানের মাধ্যমে মন্দিরের জমি দখলের চেষ্টা করে।পরে অবশ্য পুলিশের একটি টহল টিম এসে কাজ বন্ধ করে দেয়।এই ঘটনায় তিনি মামলা করার জন্য থানায় গেলেও পুলিশ মামলা গ্রহন করেনি বলে অভিযোগ করে লিপি রানী দাস বলেন, পুলিশের কাছ থেকে সহযোগিতা না পেয়ে আদালতের স্মরনাপন্ন হয়েছেন তিনি।আদালতে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও তিনি জানান।অভিযোগ অস্বীকার করে কোতয়ালী মডেল থানার অফিসার ইন-চার্জ (ওসি) শাহ মো. আওলাদ হোসেন বলেন, মন্দির ভাংচুরের কোন ঘটনা তার জানা নেই।এমনকি কেউ অভিযোগ নিয়ে থানায় আসেননি।তবে বিষয়টি খোঁজ নিয়ে দেখবেন বলে জানিয়েছেন।এ বিষয়ে কাউন্সিলর গাজী নঈমুল হোসেন লিটুর বক্তব্য নিতে তার ব্যবহৃত মুঠোফোনের নম্বরে কল করা হলেও নম্বরটি বন্ধ পাওয়া গেছে।




Archives
Image
দুর্গাপূজায় স্কুল-কলেজ বন্ধ টানা ১১ দিন, অফিস ৩ দিন
Image
গ্রাহককে পিটিয়ে রক্তাক্ত, স্টার কাবাবের ম্যানেজারসহ গ্রেপ্তার ১১
Image
বরিশালে অফিস কক্ষ থেকে ভূমি কর্মকর্তার ঝুলন্ত মরদেহ উদ্ধার!
Image
বরিশালে সিটি কর্পোরেশন এলাকায় অবৈধভাবে ড্রেজার দিয়ে বালু ভরাট ও উত্তোলন
Image
কারসাজি করে বাড়ানো হয়েছে ডিমের দাম