৯২ পিস ইয়াবা ও ৩ বোতল ফেনসিডিলসহ আটক করে র্যাব সদস্যরা
বরিশালে মদ-ইয়াবাসহ দুই মাদক বিক্রেতা আটক
মুক্তখবর ডেস্ক রিপোর্ট : বরিশালে পৃথক অভিযানে ইয়াবা ট্যাবলেট, ফেনসিডিল ও মদসহ দুই মাদক বিক্রেতাকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) সদস্যরা। আটকরা হলেন, বরিশাল নগেরের কাউনিয়া শ্মশান এলাকার পনু হাওলাদারের ছেলে সোহাগ হাওলাদার (১৯) ও গৌরনদীর উত্তর ধানডোবা এলাকার মৃত কাশেম সরদারের ছেলে মহিম সরদার (৩৮)। শুক্রবার (১৬ ফেব্রুয়ারি) র্যাব-৮ থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে বরিশালে নগরের পশ্চিম কাউনিয়া এলাকায় অভিযান চালিয়ে সোহাগ হাওলাদারকে আটক করা হয়। এ সমায় তার কাছ থেকে এক লিটার দেশীয় তৈরি চোলাই মদ ও ৯৯ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়। এ ঘটনায় র্যাব-৮ এর বরিশাল সিপিএসসি ডিএডি মো. মনিরুজ্জামান বাদী হয়ে কাউনিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেন। অপর এক অভিযানে গৌরনদী উপজেলাধীন কটকস্থল নামক স্থান থেকে মহিম সরদারকে ৯২ পিস ইয়াবা ও ৩ বোতল ফেনসিডিলসহ আটক করে র্যাব সদস্যরা। এ ঘটনায় র্যাব-৮ এর বরিশাল সিপিএসসি ডিএডি একেএম আবু হোসেন শাহরিয়ার বাদী হয়ে গৌরনদী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেন।