প্রচ্ছদ » স্লাইডার নিউজ » বরিশালে মঞ্জুকে কুপিয়ে আহত করার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা
Sunday September 16, 2018 , 5:18 pm
অভিযোগ করা হলে সন্ত্রাসী ও হামলাকারী সে যেই হোক তাকে আইনের আওতায় আনা হবে
বরিশালে মঞ্জুকে কুপিয়ে আহত করার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা
মুক্তখবর ডেস্ক রিপোর্ট : বরিশাল মহানগর স্বেচ্ছাসেবকদল সাধারন সম্পাদক সাবেক ছাত্রদল নেতা মসিউর রহমান মঞ্জুকে কুপিয়ে আহত করার প্রতিবাদে ও হামলাকারী সন্ত্রাসীদের অভিলম্বে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা করেছে মহানগর স্বেচ্ছাসেবকদল। রোববার (১৬ই সেপ্টেম্বর) সকাল ১১টায় বরিশাল জেলা ও মহানগর বিএনপি দলীয় কার্যলয়ের সামনে থেকে এক বিক্ষোভ মিছিল বের করে। বিক্ষোভ মিছিলটি নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিন করে পূণরায় দলীয় কার্যলয়ের সামনে এসে শেষ করে। পরে তারা কার্যলয়ের সামনে এক প্রতিবাদ সভা করে। বরিশাল মহানগর স্বেচ্ছাসেবকদল সভাপতি মাহাবুবুর রহমান পিন্টুর সভাপতিত্বে প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন মহানগর সিনিয়র সহ-সভাপতি জাহিদুল ইসলাম সমির, যুগ্ম সম্পাদক খান মোঃ আনোয়ার, সাংগঠনিক সম্পাদক রাসেদুজ্জামান রাসেদ ও স্বেচ্ছাসেবকদল নেতা মোঃ তুহিন প্রমুখ। উল্লেখ্য, ১৫ই সেপ্টেম্বর রাতে নগরীর অক্সফোর্ড মিশন রোডের নিজ বাসার সামনে অভি নামের এক যুবক সহ ৭/জনের একদল সন্ত্রসী মঞ্জুর উপর হামলা করে এসময় তারা ধারালো অস্ত্রধারা মঞ্জুকে কুপিয়ে আহত করে পালিয়ে যায়। পুলিশ ঘটনার পরপরই উক্ত এলাকায় পরিদর্শন করেছে। অপরদিকে আহত মঞ্জুকে শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ব্যাপারে কোতয়ালী মডেল থানার ওসি তদন্ত এর সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, এখন পর্যন্ত থানায় কেহ অভিযোগ করেনি। অভিযোগ করা হলে সন্ত্রাসী ও হামলাকারী সে যেই হোক তাকে আইনের আওতায় আনা হবে।