বরিশালে ভোরের অঙ্গীকারের ৯ম প্রতিষ্ঠাবার্ষিকী পালন
অনিকেত মাসুদ, অতিথি প্রতিবেদক : সকল চ্যালেঞ্জ ও প্রতিবন্ধকতা মোকাবিলা করে দৈনিক ভোরের অঙ্গীকার গতকাল (১৪-০৯-১৭) ৯ম বর্ষে পদার্পন করেছে।ইতিমধ্যে দেশের দক্ষিণাঞ্চলে পাঠক নন্দিত হয়েছে।সংবাদপত্রের কাগজের মূল্য বৃদ্ধি, কর্মকর্তা-কর্মচারীদের বেতন বৃদ্ধিসহ সকল খরচ বহন করে স্থানীয় একটি পত্রিকা ৮ বছর বাজারে সুনামের সাথে টিকে থাকা খুবই কষ্টের।এই প্রতিকূল পরিবেশেও দৈনিক ভোরের অঙ্গীকারে এমন এগিয়ে যাওয়া অব্যাহত থাকুক।গতকাল (১৪-০৯-১৭) সন্ধ্যায় ভোরের অঙ্গীকারের কার্যালয়ে পত্রিকাটির ৮ম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আয়োজিত ‘সংবাদপত্রের মানোন্নয়নে করণীয়’ শীর্ষক আলোচনা সভায় এমনটাই বলছিলেন বরিশাল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এসএম জাকির হোসেন।এসময় উপস্থিত ছিলেন দৈনিক ভোরের অঙ্গীকার পরিবারের সুহৃদ বিশিষ্ট মেডিসিন বিশেষজ্ঞ ডাঃ মিজানুর রহমান, চর্ম বিশেষজ্ঞ ডাঃ প্রদিপ কুমার বণিক।আলোচনা সভায় আওয়ামী লীগ নেতা ও মানবাধিকারকর্মী আলহাজ্ব মাহামুদুল হক খান মামুন বলেন,‘দৈনিক ভোরের অঙ্গীকার বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের ধারাবাহিকতার মাধ্যমে যে সুনাম অর্জন করেছে তা ভবিষ্যতেও অব্যাহত থাকুক’।দৈনিক ভোরের অঙ্গীকারের প্রকাশক সম্পাদক মাকসুদুর রহমান বলেন,দক্ষিণাঞ্চলের পাঠকের গর্বের প্রতিষ্ঠান দৈনিক ভোরের অঙ্গীকার।এর অগ্রযাত্রায় বরিশালবাসী অতীতে যেমনি সঙ্গে ছিলেন,ভবিষ্যতেও থাকবেন।আপনাদের আস্থা আর ভালোবাসায় ভোরের অঙ্গীকার আজ ৯ বছরে পদার্পন করলো।এ অর্জন শুধু আমাদের নয়, গোটা দক্ষিণাঞ্চলবাসীর।আয়োজিত সভায় অন্যান্য বক্তারা বলেন,দৈনিক ভোরের অঙ্গীকার দক্ষিণাঞ্চলবাসীর আস্থায় পরিণত হয়েছে।ভোরের অঙ্গীকারের সাংবাদিকতায় রয়েছে নতুনত্বের ছোঁয়া।তরুণ সংবাদকর্মীর সমন্বয়ে পরিচালিত এ সংবাদপত্র অতীতের মত সমাজের নানান অসংগতিগুলো তুলে ধরবে বলেও তারা প্রত্যাশা করেন।