মুক্তখবর ডেস্ক রিপোর্ট : বরিশাল নগরীতে ভোর রাতে ফিল্মি স্টাইলে স্বর্ণালঙ্কার ও টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। শুক্রবার ভোরে নগরীর বিএম কলেজের মসজিদ গেট এলাকায় এ ঘটনা ঘটে। এতে বাসন্তী সরকার (২৭) নামে এক নারী আহত হয়ে হাসপাতালে ভর্তি হন। ছিনতাইয়ের ঘটনায় বিকালে কোতয়ালী মডেল থানায় একটি সাধারণ ডায়েরি করেন বাসন্তী সরকারের স্বামী অমল সরকার। তিনি জানান, ভোরে তার অসুস্থ স্ত্রী বাসন্তী সরকারকে নিয়ে তিনি বরিশাল লঞ্চঘাট থেকে নথুল্লাবাদের উদ্দেশ্যে রিকশায় যাচ্ছিলেন। বিএম কলেজ মসজিদ গেটের পশ্চিম পাশে এসে পৌঁছানো মাত্রই সাদা প্রাইভেটকার যোগে আসা ৩/৪ জন লোক তাদের পথ রোধ করে। এ সময় তার স্ত্রী বাসন্তী সরকারের হাতে থাকা ভ্যানিটি ব্যাগটি তারা ছিনিয়ে নিয়ে যায়। পরে বাসন্তী সরকারকে রাস্তায় ফেলে ওই প্রাইভেটকারটি নথুল্লাবাদের দিকে চলে যায়। অমূল্য সরকার আরও জানান, স্ত্রীকে আহত অবস্থায় বরিশাল শেবাচিম হাসপাতালে ভর্তি করা হলে সেখানে গিয়ে আরও দুইটি ছিনতাইয়ের ঘটনা শোনা গেছে। এর মধ্যে একটি বান্দ রোডে ও অপরটি কাউনিয়া এলাকার। ওই ছিনতাই কর্মকাণ্ডের সঙ্গেও সাদা প্রাইভেটকার ছিল বলে হাসপাতালে ভর্তি আহতরা জানান। বরিশাল মেট্রোপলিটন পুলিশের কমিশনার মো. মোশাররফ হোসেন জানান, বিষয়টি ভালোভাবে খতিয়ে দেখা হবে। ছিনতাইয়ের সঙ্গে জড়িতদের আটকে কাজ করছে পুলিশ।