Current Bangladesh Time
মঙ্গলবার মার্চ ২৫, ২০২৫ ৬:৪২ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » বরিশালে ভোক্তা অধিকার দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত 
Thursday March 15, 2018 , 6:23 pm
Print this E-mail this

সেমিনারে নগরীর বিভিন্ন পেশার নাগরীক ও বেসরকারী উন্নয়ন সংস্থার প্রতিনিধিরা অংশ নেয়

বরিশালে ভোক্তা অধিকার দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত


“ডিজিটাল বাজার ব্যবস্থায় অধিকতর স্বচ্ছতা ও ন্যায্যতা নিশ্চিতকরণ” এবারের এই প্রতিপাদ্য নিয়ে বরিশালে আন্তর্জাতিক ভোক্তা অধিকার দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা সেমিনার অনুষ্ঠিত হয়েছে। আজ (১৫-০৩-১৮) সকাল সাড়ে দশটায় বরিশাল সার্কিজ হাউজ মিলনায়তন সভা কক্ষে অনুষ্ঠিত হয়েছে। বরিশাল জেলা প্রশাসন, বরিশাল জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ, বরিশাল বিভাগীয় কার্যালয়ের আয়োজনে ও বরিশাল ক্যাব এর সহযোগীতায় বরিশাল স্থানীয় সরকার মন্ত্রালয়ের উপ-পরিচালক আবুল কালাম আজাদের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভা সেমিনারে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার (রাজস্ব) মোঃ গোলাম মোস্তফা। এসময় আরো উপস্থিত ছিলেন বরিশাল সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ হুমাউন কবীর, ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তর বরিশালের উপ-পরিচালক খন্দকার আনোয়ার হোসেন, বরিশাল ক্যাব এর সভাপতি মুক্তিযোদ্ধা আক্কাস হোসেন প্রমুখ। আলোচনা সভা সেমিনারে বক্তারা বলেন, আজকাল হাজার হাজার ক্রেতা অনলাইনের মাধ্যমে তাদের বাজার ক্রয় করে যাচ্ছে এতে একদিকে ভাল পণ্য ক্রয় করতে পারছে অন্যদিকে সময় সাশ্রয় হচ্ছে। আমাদের সমাজে এখনো প্রযুক্তি জ্ঞানের অভাবে অনেক জনসংখ্যা অনলাইনের বাহিরে অবস্থান করছে। এসময় বরিশাল ভোক্তা অধিকার সংরক্ষণ বরিশাল উপ-পরিচালক বলেন খন্দকার আনোয়ার হোসেন বলেন, কোন ক্রেতা পণ্য ক্রয় করে কোন প্রকার প্রতারিত হলে ভোক্তা অধিকার কার্যালয়ে অভিযোগ দায়ের করা হলে সেইসব ব্যাবসায়ীদের আইনের আওতায় আনা হবে। এছাড়া নির্ধারিত পণ্যের মূল্যের বাহিরে পণ্য বিক্রি করা হলে ভোক্তা অধিকার আইনে তাকে চিহ্নিত করে তার বিরুদ্ধে আইনের আওতায় আনার সরকারী বিধান রয়েছে বলে জানান। আলোচনা সভা সেমিনারে নগরীর বিভিন্ন পেশার নাগরীক ও বেসরকারী উন্নয়ন সংস্থার প্রতিনিধিরা অংশ নেয়। এর পূর্বে সকাল সাড়ে নয়টায় অশ্বিনী কুমার টাউন হল চত্বর থেকে নগরীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের নিয়ে প্রধান অতিথি অতিরিক্ত বিভাগীয় কমিশনার মোঃ গোলাম মোস্তফার নেতৃত্বে একটি র‌্যালি বের করে র‌্যালি নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে সার্কিট হাউজ প্রাঙ্গনে গিয়ে শেষ করে।

শামীম আহমেদ, অতিথি প্রতিবেদক




Archives
Image
জীবিত অবস্থায় জাতীয় পুরস্কার দিতে চায় সরকার : প্রধান উপদেষ্টা
Image
বরিশালে বিএনপি নেত্রী নাসরিনের উদ্যোগে ইফতার ও দোয়া-মোনাজাত
Image
জরুরি অবস্থা জারি নিয়ে গুজব ছড়ানো হচ্ছে : স্বরাষ্ট্রসচিব
Image
অপহরণের পর মুক্তিপণ আদায়ের চেষ্টা করা ৫ পুলিশ বরখাস্ত
Image
মার্কা দেখে নয়, মানুষ কাজ দেখে ভোট দেবে : সারজিস আলম