Current Bangladesh Time
সোমবার জানুয়ারি ২০, ২০২৫ ৬:৪৩ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » বরিশালে ভেজাল ঠেকাতে রেডএলার্ট জারি,বাজার নিয়ন্ত্রণে হার্ডলাইনে প্রশাসন 
Saturday May 19, 2018 , 9:11 pm
Print this E-mail this

ঈদকে কেন্দ্র করে চুরি-ছিনতাই, চাঁদাবাজি ও অজ্ঞান-মলমপার্টি ঠেকাতে প্রশাসনের কড়া নিরাপত্তা

বরিশালে ভেজাল ঠেকাতে রেডএলার্ট জারি,বাজার নিয়ন্ত্রণে হার্ডলাইনে প্রশাসন


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : বরিশালে ভোজাল ঠেকাতে রেড এলার্ট জারি করেছে প্রশাসন। বাজার নিয়ন্ত্রণে জেলা প্রশাসনের পক্ষ থেকে গঠন করা হয়েছে কমিটি। তাছাড়া বরিশাল সিটি করপোরেশনও বাজার স্থিতিশীল রাখতে দিয়েছে হুঁশিয়ারি। ব্যবসায়ীরা বলছেন, তারা নিজেরাও বাজার মনিটরিং করবেন। একই সাথে দ্রব্য মূল্যের উর্দ্ধগতি নিয়ন্ত্রণে রমজানের প্রথম দিনেই বরিশালের বিভিন্ন স্থানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছে জেলা প্রশাসন। রমজানে বাজার মনিটরিংয়ের অংশ হিসেবে গতকাল শুক্রবার সকাল ১১টা থেকে ১২ পর্যন্ত জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট এসএম রবীন শীষের নেতৃত্বে নগরীর পোর্টরোড এলাকায় এই অভিযান পরিচালিত হয়। এ সময় পলিথিনের প্যাকেটে খাদ্যদ্রব্য রাখার দায়ে এক মুদি দোকান থেকে ৫ হাজার টাকা, বিক্রির উদ্দেশ্যে বাঁশি মাংস ফ্রিজে সংরক্ষণ করার দায়ে এক গরুর মাংস বিক্রেতাকে ১০ হাজার টাকা এবং কাঁচা আম বিশেষভাবে পাকানোয় এক ফল বিক্রেতাকে ২৫ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত। এসময় বিষাক্ত আমগুলো বাজার রোডের খালে ফেলে দেয়া হয়। এছাড়াও সকাল সন্ধ্যা সুইট ও গৌরনদী মিষ্টান্ন ভান্ডারের মিষ্টির মধ্যে ইদুর, তেলাপোকা, মাছি পাওয়ায় উক্ত সকল মিষ্টি ধ্বংস করা হয়। এসময় তাদের জরিমানা না করে সর্তক করা হয়। মিষ্টি এছাড়া উক্ত দুটি রোস্তারায় তৈরিকৃত ইফতার সামগ্রীতে নোংরা আবর্জনা পাওয়া গেছে। রমজানে ভেজাল ও পণ্য মূল্য নিয়ন্ত্রণে জেলা প্রশাসনের এই অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট এসএম রবীন শীষ। জানা গেছে, প্রতি বছর রমজান এলেই অসাধু ব্যবসায়ীরা নিত্যপ্রয়োজনীয় সকল পণ্যের মূল্য বাড়িয়ে দেন। অনেক ব্যবসায়ীই রমজানের আগে পেঁয়াজ, রসুন, আদা, ডাল, আলুসহ নিত্যপ্রয়োজনীয় অনেক পণ্য মজুদ করে রাখেন। রমজানে এসব পণ্য উচ্চমূল্যে বিক্রি করেন তারা। ফলে রমজানে লাগামহীন দ্রব্যমূলে নাভিশ্বাস ওঠে সাধারণ মানুষের। এবার যাতে এরকম অবস্থার তৈরী না হয়, সে লক্ষে কাজ শুরু করেছে প্রশাসন। বাজার নিয়ন্ত্রণে বরিশাল জেলা প্রশাসনের পক্ষ থেকে মনিটরিং টিম গঠন করা হয়েছে। এ টিমে জেলা প্রশাসন, সিটি করপোরেশন (বিসিসি) ও পুলিশ প্রশাসনের অংশগ্রহণ রয়েছে। বরিশাল সিটি কর্পোরেশন কর্তৃপক্ষ বলছে, রমজানে বাজার যাতে স্থিতিশীল থাকে, সে লক্ষে তারা তৎপর রয়েছে। বাজার মনিটরিং কার্যক্রমও জোরদার করা হয়েছে। বিসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিও) মো. অহেদুজ্জামান লেন,‘সিটি করপোরেশন নিয়মিতই বাজার মনিটরিং করে। তবে রমজান উপলক্ষে বাজার মনিটরিং জোরদার করা হয়েছে।’ বরিশাল সিটি মেয়র আহসান হাবিব কামাল বলেন, বাজারে নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের মূল্য যাতে নিয়ন্ত্রণহীন না হয়, সেদিকে লক্ষ্য রাখতে ব্যবসায়ীদের বলা হয়েছে। তিনি বলেন, বাজার নিয়ন্ত্রণ করতে প্রয়োজনে ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালানো হবে। এদিকে রমজানে ব্যবসায়ীদের পক্ষ থেকেও বাজার মনিটরিং করার কথা জানিয়েছেন ব্যবসায়ী নেতারা বলেন,‘অসাধু ব্যবসায়ীরা যাতে দাম না বাড়াতে পারে, সে জন্য আমাদের পক্ষ থেকেও বাজার মনিটরিং করা হবে।’ অপরদিকে: রমজানে চুরি-ছিনতাই, ঈদকে কেন্দ্র করে চাঁদাবাজি ও অজ্ঞান-মলমপার্টি ঠেকাতে বরিশাল মহানগরীসহ বিভাগের জেলা ও উপজেলায় কড়া নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে পুলিশ। এসব অপরাধ ঠেকাতে পুলিশ সদর দফতর থেকে বরিশাল রেঞ্জ ডিআইজি ও বিভিাগের জেলা পুলিশ সুপারদের নির্দেশনা দেওয়া হয়েছে বলে সূত্রে জানাগেছে। পুলিশ সূত্রে আরো জানাগেছে, রমজানে চুরির পাশাপাশি পথে-ঘাটে ছিনতাইয়ের ঘটনাও আগের তুলনায় বেশি ঘটে। এছাড়া ঈদ কেন্দ্রিক বিভিন্ন স্থানে রাজনৈতিক ক্যাডার থেকে শুরু করে শীর্ষ সন্ত্রাসীদের নামে-বেনামে চাঁদাবাজি করা হয়। বরিশাল আধুনিক নৌ বন্দর, কেন্দ্রীয় বাস টার্মিনাল নথুল্লাবাদ. অভ্যন্তরীন বাস টার্মিনাল রুপাতলীসহ বিভিন্ন টার্মিনালে যাত্রীদের অজ্ঞান করে সর্বস্ব নিয়ে যায় অজ্ঞান-মলম পার্টির সদস্যরা। তাই এসব প্রতিরোধে কৌশলী তৎপরতা শুরু করেছে পলিশ। একই সাথে জাল নোট কারবারিদের ধরতেও গোয়েন্দা তৎপরতা বাড়ানো হয়েছে। বরিশালের সব জেলা-উপজেলায় পুলিশের কড়া নিরাপত্তা।

 

 

 




Archives
Image
বরিশালে ভোটার তালিকা হালনাগাদের কার্যক্রম শুরু
Image
শিগগির ‘আয়নাঘর’ পরিদর্শন করবেন প্রধান উপদেষ্টা
Image
বিসিসির ছাঁটাইকৃত পরিচ্ছন্নতাকর্মীদের মানববন্ধন
Image
বরিশালে আড়তেই পচছে ফুলকপি-বাঁধাকপি-শালগম, বিপাকে ব্যবসায়ীরা
Image
পিরোজপুরের ভাণ্ডারিয়ায় বিকাশ ব্যবসায়ীকে কুপিয়ে ৮ লাখ টাকা ছিনতাই