Current Bangladesh Time
সোমবার জানুয়ারি ২০, ২০২৫ ৬:০১ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » বরিশালে ভেজালমিশ্রিত পেট্রোলসহ আটক ২ 
Monday December 17, 2018 , 2:27 pm
Print this E-mail this

পেট্রোলের সঙ্গে ৪০ লিটার ডিজেল মেশায় তেল ব্যবসায়ী জাকির ও দেলোয়ার

বরিশালে ভেজালমিশ্রিত পেট্রোলসহ আটক ২


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : বরিশালে জ্বালানি তেলে ভেজাল মিশ্রণের সময় খুচরা তেলের এক ব্যবসায়ীসহ দু’জনকে আটক করেছে পুলিশ। এসময় ৬৪০ লিটার ভেজালমিশ্রিত পেট্রোল জব্দ করা হয়। শনিবার (১৫ ডিসেম্বর) দুপুরে তাদের আটক করা হয়। আটকরা হলেন, নগরের বান্দরোড এলাকার শাহানাজ ট্রেডার্সের মালিক জাকির হোসেন ও তার সহযোগী দেলোয়ার হেসেন। পুলিশ জানায়, একটি কোম্পানির ডিপো থেকে অটোরিকশায় করে দু’টি ড্রামে ৬শ’ লিটার পেট্রোল শাহানাজ ট্রেডার্সে নিয়ে আসা হয়। সেখানে ওই পেট্রোলের সঙ্গে ৪০ লিটার ডিজেল মেশায় তেল ব্যবসায়ী জাকির ও দেলোয়ার। থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে বিষয়টি জানতে পেরে শাহানাজ ট্রেডার্স থেকে জাকির ও দেলোয়ারকে হাতেনাতে আটক করে। বিষয়টি নিশ্চিত করে কোতয়ালি মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) মহিউদ্দিন আহমেদ জানান, এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। উল্লেখ্য, জাকির হোসেনের কাছে দীর্ঘদিন ধরে সরকারি-বেসরকারি বিভিন্ন গাড়ির চালকরা অবৈধভাবে তেল নামিয়ে বিক্রি করে আসছেন বলেও অভিযোগ পাওয়া গেছে।




Archives
Image
শিগগির ‘আয়নাঘর’ পরিদর্শন করবেন প্রধান উপদেষ্টা
Image
বিসিসির ছাঁটাইকৃত পরিচ্ছন্নতাকর্মীদের মানববন্ধন
Image
বরিশালে আড়তেই পচছে ফুলকপি-বাঁধাকপি-শালগম, বিপাকে ব্যবসায়ীরা
Image
পিরোজপুরের ভাণ্ডারিয়ায় বিকাশ ব্যবসায়ীকে কুপিয়ে ৮ লাখ টাকা ছিনতাই
Image
সাইফ আলী খানের ওপর হামলাকারী বাংলাদেশি, সন্দেহ পুলিশের