|
সাঁকোটি ভেঙ্গে পরায় এলাকাবাসীরা চরম দুর্ভোগে
বরিশালে ভেঙ্গে পরেছে পাঁচটি গ্রামের মানুষের একমাত্র ভরসা বাঁশের সাঁকো
শামীম আহমেদ, অতিথি প্রতিবেদক : বরিশাল জেলার বাবুগঞ্জ উপজেলার জাহাঙ্গীরনগর ইউনিয়নের লাশঘাটা-আগরপুর খালের ওপর স্থানীয়দের উদ্যোগে নির্মিত পাঁচটি গ্রামের কয়েক হাজার মানুষের যাতায়াতের একমাত্র ভরসা বাঁশের সাঁকোটি ভেঙ্গে পরেছে।ফলে চরম দুর্ভোগে পরেছে ওইসব গ্রামবাসী।স্থানীয় একাধিক সূত্রে জানা গেছে,ইউনিয়নের সীমান্তবর্তী সন্ধ্যা নদীর লাশঘাটা খেয়াঘাট সংলগ্ন খালের ওপর একটি সেতু নির্মাণের দীর্ঘদিনের দাবি ছিলো এলাকাবাসীর। স্থানীয় জনপ্রতিনিধিরা প্রতিশ্রুতি ফুল ঝুড়ি দিয়ে আসলেও অদ্যবর্ধি কোন পদক্ষেপ গ্রহণ করেননি।ফলে উপায়অন্তুর না পেয়ে দীর্ঘ দশ বছর পূর্বে এলাকাবাসীর উদ্যোগে চলাচলের জন্য নির্মাণ করা হয় প্রায় একশত ফুট লম্বা একটি বাঁশের সাঁকো।সূত্রে আরও জানা গেছে,বাবুগঞ্জ উপজেলার এটাই সবচেয়ে বড় বাঁশের সাঁকো।ভূক্তভোগীরা জানান,অতিসম্প্রতি কয়েকদিনের টানাবর্ষণ ও জোয়ারের পানির তোরে গত সাতদিন পূর্বে বাঁশের সাঁকোটি ভেঙ্গে পরেছে।ফলে লাশঘাটা থেকে আগরপুর খাল দিয়ে বিভক্ত দুইপারের পাঁচ গ্রামের প্রায় পাঁচ সহস্রাধিক মানুষকে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।ভূক্তভোগী শিক্ষক আজিজুল হক জানান,চাঁদা তুলে এলাকাবাসীর উদ্যোগে স্বেচ্ছাশ্রমের মাধ্যমে ওই বাঁশের সাঁকোটি নির্মান করা হয়েছিলো।ওই সাঁকো পার হয়েই ইউনিয়নের উত্তর ভূতেরদিয়া,রহিমগঞ্জ, ব্রাহ্মদিয়া,কিসমত ঠাকুর মল্লিক ও চর ফতেপুর গ্রামের প্রায় পাঁচ সহস্রাধিক মানুষ যাতায়াত করে আসছিলো।গত সাতদিন পূর্বে সাঁকোটি ভেঙ্গে পরায় এলাকাবাসীরা চরম দুর্ভোগে।সাঁকোটি ভেঙ্গে পরায় ওইসব গ্রামের সাধারণ মানুষ,স্কুল-কলেজগামী শিক্ষার্থীরা প্রায় চার কিলোমিটার পথ ঘুরে চলাচল করছে।এ ব্যাপারে জাহাঙ্গীরনগর ইউনিয়নের চেয়ারম্যান সরদার মোঃ তারিকুল ইসলাম তারেক বলেন,এলাকাবাসী সাঁকোটি পুননির্মাণের উদ্যোগ গ্রহণ করলে আমি সবধরনের সহযোগিতা করবো।তিনি আরও বলেন,জরুরি ভিত্তিতে এখানে একটি পাকা সেতু নির্মানের ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট উর্ধ্বতন কর্মকর্তাদের অবহিত করা হয়েছে।
Post Views:
৯২০
|
|