Current Bangladesh Time
বুধবার জুলাই ১৬, ২০২৫ ৩:২৯ পূর্বাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » বরিশালে ভিপি মঈন তুষারসহ ৭ জনের বিরুদ্ধে মাদক মামলা 
Thursday November 8, 2018 , 12:06 pm
Print this E-mail this

মামলায় আটক ২ জন ও পলাতক ৫ জনসহ মোট ৭ জনকে আসামি করা হয়েছে

বরিশালে ভিপি মঈন তুষারসহ ৭ জনের বিরুদ্ধে মাদক মামলা


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : বরিশাল শহরের একটি বাসায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ফেন্সিডিলসহ ২ বিক্রেতাকে গ্রেপ্তার করেছে বরিশাল মমহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। বুধবার শহরের ২১ নম্বর ওয়ার্ডের মুসলিম গোরস্থান রোড এলাকার পন্ডিত বাড়ি থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তাররা হলেন, বরিশাল নগরীর ২৮ নম্বর ওয়ার্ডের শেরই বাংলা সড়কের মৃত ইসরাইল সিকদারের ছেলে কেন্দ্রীয় ছাত্রদল নেতা মো. মুশফিকুল হাসান মাসুম (৩৮) ও উজিরপুর উপজেলার বামরাইল ইউনিয়নের মৃত কাদের মোল্লার ছেলে মো. সবুজ ইসলাম শাহিন (৪০)। ডিবি পুলিশ অফিস সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ২১ নম্বর ওয়ার্ডের মুসলিম গোরস্থান রোডের পন্ডিত বাড়ি থেকে ২১৫ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়। এসময় মাদক বিক্রেতা মুশফিকুল হাসান মাসুম ও সবুজ ইসলাম শাহিনকে গ্রেপ্তার করা হয়েছে। পরবর্তীতে তাদের স্বীকারোক্তিতে শহরের ২০ নম্বর ওয়ার্ডস্থ বৈদ্যপাড়া মোড় এলাকার অপর বিক্রেতা আদনান আলম বাবু’র নির্মানাধীন ৪র্থ তলা বিল্ডিংয়ের সিঁড়ির নিচ থেকে আরও ০৭ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়। পরে আটককৃতরা স্বীকার করে তাদের মাদক ব্যবসার সাথে ভিপি মঈন তুষার, গোরস্থান রোডের শাহরিয়ার সাচিপ রাজিব, জিয়া সড়ক এলাকার আদনান আলম বাবু, বিএন খান কলেজের শিক্ষক মোঃ হারুন খান ও রাজশাহীর আছমতও জড়িত। এই ঘটনায় সংশ্লিষ্ট বরিশাল মেট্রোপলিটন কোতয়ালি মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। মামলায় আটক ২ জন ও পলাতক ৫ জনসহ মোট ৭ জনকে আসামি করা হয়েছে বলে কোতয়ালি মডেল থানার ডিউটি অফিসার এএসআই কামরুল নিশ্চিত করেন।




Archives
Image
বাংলাদেশকে নতুন করে গড়ার জন্যই জুলাই গণঅভ্যুত্থান : ভোলায় নাহিদ
Image
বরিশালে প্রকাশ্য দিবালোকে কুপিয়ে হত্যা
Image
আর্থিক খাতে সরকারের পদক্ষেপ, বিশ্ব ব্যাংকের ভাইস প্রেসিডেন্টের প্রশংসা
Image
প্রাথমিকের ৩২ হাজার শূন্য পদে প্রধান শিক্ষক নিয়োগের নির্দেশ
Image
মাকে বাড়িতে ঢুকতে বাধা দেওয়ার অভিযোগ ছেলের বিরুদ্ধে