বিসিসির প্রধান নির্বাহী মো. ওহেদুজ্জামান এ ক্যাম্পেইন কার্যক্রম উদ্বোধন করেন
বরিশালে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন
মুক্তখবর ডেস্ক রিপোর্ট : উদ্বোধনের পর থেকেই সারা দেশের ন্যায়ে বরিশাল সিটি এলাকায় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন চলছে। শনিবার সকাল সাড়ে ৮টায় শহরের দক্ষিন আলেকান্দার জুমির খান সড়কস্থ বরিশাল সিটি কর্পোরেশনের আখতার আমজাদ নগর স্বাস্থ্য কেন্দ্রে ক্যাম্পেইনের উদ্বোধন করা হয়। বিসিসির প্রধান নির্বাহী মো. ওহেদুজ্জামান এ ক্যাম্পেইন কার্যক্রম উদ্বোধন করেন। এসময় উপস্থিত ছিলেন বিসিসির প্রধান স্বাস্থ্য কর্মকর্তা মতিউর রহমান, ইউনেসেফ বিভাগীয় প্রতিনিধি তৌফিক এলাহী, বিসিসি সচিব মোঃ ইসরাইল মিয়া সহ করপোরেশনের কর্মকর্তা বৃন্দ। এর আগে সকাল ৮টায় বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ক্যাম্পেইনের উদ্বোধন করেন পরিচালক ডাঃ মোঃ বাকির হোসেন। উল্লেখ্য, শনিবার বরিশাল জেলা ও সিটি কর্পোরেশন এলাকার ৩ লাখ ৫৩ হাজার ৫শ ৫৬ শিশুকে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে। এর মধ্যে বরিশাল জেলার ১০ উপজেলায় খাওয়ানো হবে ৩ লাখ ৪ হাজার ৩শ’ ৩১ জন ও সিটি এলাকার ৩০টি ওয়ার্ডের বিভিন্নস্থানে ৪৯ হাজার ২শ ২৫জন শিশু।