|
| | | |
বিসিসি’র প্রধান নির্বাহী মো. ওহেদুজ্জামান এ ক্যাম্পেইন কার্যক্রম উদ্বোধন করেন
বরিশালে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনের কার্যক্রম শুরু
শামীম আহমেদ : বরিশালে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন করা হয়।শনিবার সকাল সোয়া ৯টায় শহরের দক্ষিন আলেকান্দার জুমির খান সড়কস্থ বরিশাল সিটি কর্পোরেশনের আখতার আমজাদ নগর স্বাস্থ্য কেন্দ্রে ক্যাম্পেইনের উদ্বোধন করা হয়।বিসিসি’র প্রধান নির্বাহী মো. ওহেদুজ্জামান এ ক্যাম্পেইন কার্যক্রম উদ্বোধন করেন।এসময় উপস্থিত ছিলেন বিসিসি’র প্রধান স্বাস্থ্য কর্মকর্তা মতিউর রহমান ইউনেসেফ বরিশাল বিভাগীয় প্রধান মোঃ তৌফিক এলাহী, ইপিআই সুপারভাইজার মোঃ কবীর হোসেনসহ কর্পোরেশনের কর্মকর্তা বৃন্দ।শনিবার বরিশাল জেলা ও সিটি কর্পোরেশন এলাকার জেলায় ৩ লাখ ৫২ হাজার ২শ ৮১ শিশুকে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানো হয়।এছাড়া শুধুমাত্র জেলার মেহেন্দিগঞ্জ, মুলাদী ও হিজলা উপজেলায় ৪দিন ব্যাপী বাদপড়া শিশুদের ভিটামিন ক্যাপসুল থাওয়ানো হয়।উল্লেখ্য বরিশাল সিটি নগরীসহ জেলায় ৩লাখ ৫২ হাজার ২শ’৮১ শিশুকে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানো হয়।এর মধ্যে বরিশাল সিভিল সার্জনের আওতাধীন জেলার ১০ উপজেলায় ১লাখ ৩হাজার ৭শ’৫১ জন শিশুকে খাওয়ানো হয় ভিটামিন ক্যাপসুল।
Post Views:
৯৭
|
| | | |
|
| | | |
Archives
| | | | |
| | | |
|
|