অভিযোগ গ্রহণ করা হয়েছে, তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে
বরিশালে বড় ভাইকে কুপিয়ে হাতের রগ কর্তন
মুক্তখবর ডেস্ক রিপোর্ট : বরিশালে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বাকের মিস্ত্রী (২৫) নামে এক মোটর মেকানিককে কুপিয়ে হাতের রগ কেটে দিয়েছে সন্ত্রাসীরা। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনাটি ঘটেছে শুক্রবার (১৭ আগস্ট) বেলা দুইটার দিকে বরিশাল শহরের ২৯ নম্বর ওয়ার্ড কাশিপুর দিঘিরপাড় নামক এলাকায়। হামলার শিকার মো. বাকের মিস্ত্রী ওই এলাকার মুজিবর মাঝির ছেলে। স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার সকালে বারেক মিস্ত্রীর ছোট ভাইয়ের সাথে একই এলাকার সুজনের মারামারি হয়। এই ঘটনার পরে বেলা দুইটার দিকে কোরবানীর গরু কিনতে রওনা দিয়ে গেলে পথিমধ্যে তার ওপর হামলা করে সুজন, বাবু ও জাকির। একপর্যায়ে তারা ধারালো অস্ত্র দিয়ে বাকের মিস্ত্রীকে কুপিয়ে দুই হাতের রগ কেটে দেয়। ওই সময় বাকের মিস্ত্রী কাছ থেকে গরু কেনার ৬০ হাজার টাকা ও একটি স্বর্ণের চেইন ছিনিয়ে নেয়। ঘটনার পরে খবর পেয়ে বরিশাল মেট্রোপলিটন বিমানবন্দর থানা পুলিশ সরেজমিন পরিদর্শন করেছে। কিন্তু হামলাকারীরা পালিয়ে যাওয়ায় তাদের গ্রেপ্তার করতে পারেনি। সংশ্লিষ্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রহমান মুকুল জানিয়েছেন, এই ঘটনায় একটি অভিযোগ গ্রহণ করা হয়েছে। পরবর্তীতে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।