Current Bangladesh Time
শনিবার জুলাই ১২, ২০২৫ ১২:০৫ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » বরিশালে ব্রাজিল সমর্থকদের মোটর সাইকেল শোভাযাত্রা 
Saturday November 19, 2022 , 7:27 pm
Print this E-mail this

আমরা সবাই প্রত্যাশা করছি এবারের বিশ্বকাপও ব্রাজিল জিতবে

বরিশালে ব্রাজিল সমর্থকদের মোটর সাইকেল শোভাযাত্রা


মুক্তখবর ক্রীড়া ডেস্ক : আসন্ন ফুটবল বিশ্বকাপে ব্রাজিলের সমর্থনে বরিশালে মোটর সাইকেল শোভাযাত্রা করেছেন সমর্থকরা। শনিবার (নভেম্বর ১৯) বিকেল ৪টায় বরিশাল নগরের বঙ্গবন্ধু উদ্যান থেকে এ শোভাযাত্রা বের করা হয়। দলের সমর্থনে স্লোগান দেওয়াসহ বিশ্বকাপের থিম সং বাজিয়ে শোভাযাত্রাটি নগরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় বঙ্গবন্ধু উদ্যানে গিয়ে শেষ হয়। এ সময় ব্রাজিলের সমর্থকদের গায়ে ব্রাজিলের জার্সি এবং হাতে বাংলাদেশ ও ব্রাজিলের পতাকা শোভা পাচ্ছিল। ব্রাজিলের সমর্থক সুমন বলেন, আমি বাংলাদেশের নাগরিক, আর তাই এই দেশকেই বেশি ভালোবাসি। তবে ফুটবল বিশ্বকাপকে ঘিরে ব্রাজিলের সমর্থন করি। আর তাই বিশ্বকাপে ব্রাজিল দলের জয় প্রত্যাশা করে তাদের স্বাগত জানিয়ে এর আয়োজন। যেখানে ব্রাজিলের সমর্থকরা স্বতস্ফুর্তভাবে অংশগ্রহণ করেছেন। আয়োজক জাকারিয়া আলম বলেন, ব্রাজিল সাপোর্টার্স অব বরিশাল নামক ফেসবুক গ্রুপের আয়োজনে বরিশালের ব্রাজিল সাপোর্টারদের অংশগ্রহণে মোটর সাইকেল শোভযাত্রা ও মিলনমেলা অনুষ্ঠিত হয়েছে। যেটি ব্রাজিল ফুটবল দলকে ভালোবেসেই করা, আমরা সবাই প্রত্যাশা করছি এবারের বিশ্বকাপও ব্রাজিল জিতবে।




Archives
Image
খুনের পর লাশের ওপর লাফায় ঘাতকরা
Image
খুলনায় বাসার সামনে যুবদল নেতাকে গুলি করে হত্যা
Image
বরিশাল ক্যাডেট কলেজের সব পরীক্ষার্থী পেল জিপিএ-৫
Image
নারী কর্মকর্তাদের ‘স্যার’ বলার নির্দেশনা বাতিল
Image
বিএনপির জন্মই সংস্কারের মধ্য দিয়ে : মির্জা ফখরুল