প্রচ্ছদ » স্লাইডার নিউজ » বরিশালে ব্যাপ্টিষ্ট চার্চের সম্পাদক পরেশ বৈরাগীর বিরুদ্ধে অনাস্থা
Sunday October 14, 2018 , 4:37 pm
মনোহর বাড়ৈ স্বাক্ষর দিতে অস্বীকার করলে তাকে ৫ শত টাকা ঘুষ দেয়ার চেষ্টা
বরিশালে ব্যাপ্টিষ্ট চার্চের সম্পাদক পরেশ বৈরাগীর বিরুদ্ধে অনাস্থা
মুক্তখবর ডেস্ক রিপোর্ট : বরিশাল সদর ব্যাপ্টিষ্ট চার্চের সম্পাদক পরেশ বৈরাগী নিজের ক্ষমতা টিকিয়ে রাখতে বেপরোয়া হয়ে উঠেছে। তার বিরুদ্ধে লোকজন নিয়ে বিভিন্ন পরিচারকদের বাড়িতে গিয়ে তাদের ভয়ভীতি ও অকথ্য ভাষায় গালিগালাজ করার অভিযোগ উঠেছে। ক্ষমতার লোভে সে তার প্রধান সহযোগী পল প্রভাকর সাহা ওরফে বাচ্চু সাহাকে দিয়ে খ্রীষ্টভক্তদের পথে ঘাটে যেখানে সেখানে অপমান অপদস্থ করে আসছে। এরই ধারাবাহিকতায় গত দুই দিন ধরে পরেশ বৈরাগী ও বাচ্চু সাহা নিউ সার্কুলার রোডের পরিচারক মনোহর বাড়ৈ’র বাসায় গিয়ে তার পক্ষে স্বাক্ষর নিতে যায়। কিন্তু মনোহর বাড়ৈ স্বাক্ষর দিতে অস্বীকার করলে তাকে ৫ শত টাকা ঘুষ দেয়ার চেষ্টা করে। মনোহর টাকা নিতে না চাইলে তাকে ও তার ছেলে বউকে অকথ্য ও অশালীন ভাষায় গালিগালাজ করে। পরে সেখানে সুবিধা করেতে না পেরে তারা অন্যত্র চলে যায়। এর আগে পরিচারক মনোহর বাড়ৈ সম্পাদক পরেশ বৈরাগীর বিরুদ্ধে অনাস্থায় স্বাক্ষর দিয়েছিল। সম্পাদক পরেশ বৈরাগীর বর্তমান বির্তকিত কর্মকান্ডের বিরুদ্ধে চার্চের ১৮ জন পরিচারক গত ৮ অক্টোবর চার্চের সভাপতি ও সহকারী পালক সুকান্ত বাড়ৈর কাছে অনাস্থা পত্র জমা দেন। এব্যাপারে সভাপতি সুকান্ত বাড়ৈ জানান, অনাস্থপত্র পেয়েছি সমস্যা সমাধনে আগামী ২৬ অক্টোবর সভা করার সিদ্ধান্ত নেয়া হয়েছে। এছাড়া পরেশ বৈরাগী ও বাচ্চু সাহার গালিগালাজ করার বিষয় তিনি খোঁজ খবর নিয়ে তা বন্ধের আশ্বাসও দেন।