Current Bangladesh Time
সোমবার সেপ্টেম্বর ৯, ২০২৪ ৪:৩১ পূর্বাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » বরিশালে ব্যাটারি চালিত রিকশা উচ্ছেদ না করার দাবি 
Monday December 18, 2017 , 6:39 pm
Print this E-mail this

মানববন্ধন শেষে একটি বিক্ষোভ-মিছিল বের করেন শ্রমিকরা

বরিশালে ব্যাটারি চালিত রিকশা উচ্ছেদ না করার দাবি


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : বিকল্প ব্যবস্থা ব্যতীত ব্যাটারিচালিত রিকশা উচ্ছেদ না করার দাবিতে বরিশালে মানববন্ধন করেছে ব্যাটারি চালিত রিকশা শ্রমিক-মালিক সংগ্রাম কমিটি। রোববার (১৭ ডিসেম্বর) বেলা ১১ টায় নগরীর অশ্বিনী কুমার হলের সামনের সদর রোডে এ মানববন্ধন কর্মূসচি অনুষ্ঠিত হয়। এসময় কমিটির সভাপতি শাজাহান মিস্ত্রির সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য দেন- জেলা বাসদ সদস্য সচিব ও ব্যাটারিচালিত রিকশা শ্রমিক-মালিক সংগ্রাম কমিটির উপদেষ্টা ডা. মনিষা চক্রবর্তী, সাধারণ সম্পাদক রুস্তম হাওলাদারসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। বক্তারা বলেন, বরিশাল সিটি কর্পোরেশনের আওতায় গত কয়েক বছর ধরে নগরীর ব্যাটারিচালিত রিকশা চলাচল করছে। এ রিকশার ওপর ভিত্তি করে যখন মালিক-শ্রমিকরা পরিবার-পরিজন নিয়ে কোনোভাবে টিকে থাকার চেষ্টা করছেন, আর ঠিক তখনই রিকশা কেড়ে নিয়ে তাদের বিভিন্নভাবে নির্যাতন ও হয়রানি করা হচ্ছে। বক্তারা আরো বলেন, গত ৫ বছর ধরে প্রয়োজনীয় নীতিমালা প্রণয়ন করে ব্যাটারিচালিত রিকশার লাইসেন্স দেওয়ার পাশাপাশি বিকল্প কর্মসংস্থান ছাড়া ব্যাটারিচালিত রিকশা উচ্ছেদ না করার দাবি জানিয়ে আসছি। কিন্তু কোনো কাজে আসছে না। তাই অবিলম্বে প্রয়োজনীয় নীতিমালা প্রণয়ন করে ব্যাটারিচালিত রিকশার লাইসেন্স দেওয়ার দাবি জানিয়ে শ্রমিকদের হয়রানি বন্ধের দাবি জানাচ্ছি। মানববন্ধন শেষে একটি বিক্ষোভ-মিছিল বের করেন শ্রমিকরা। মিছিলটি নগরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে নগর ভবনের সামনে গিয়ে শেষ হয়। পরে সেখানে বরিশাল সিটি করপোরেশনের মেয়র বরাবর স্মারকলিপি দেন সংগঠনের নেতা-কর্মীরা। এসময় উপস্থিত ছিলেন, জেলা ছাত্র ফ্রন্টের সাংগঠনিক সম্পাদক নিলিমা জাহান, ইমরান হাবীব রুমন, মহসীন মীর, দুলাল মল্লিক, বাবুল হোসেন এবং শহিদুল ইসলাম প্রমুখ।




Archives
Image
দলবাজ ছাত্র-শিক্ষককে ক্যাম্পাসে দেখতে চাই না-ড. ইউনূসকে শিক্ষার্থীরা
Image
বরিশালে শ্বাসনালিতে খাবার আটকে শিশুর মৃত্যু
Image
শেখ হাসিনাকে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করা হবে : চিফ প্রসিকিউটর
Image
বরিশালের গৌরনদীতে যুবককে পিটিয়ে হত্যা, প্রধান আসামি গ্রেপ্তার
Image
বরিশালে প্রতিপক্ষের হামলা, ১০ জন হাসপাতালে