|
শিক্ষার্থীদের শপথ বাক্য পাঠ করান প্রধান অতিথি তালুকদার মোঃ ইউনুস এমপি
বরিশালে ‘ব্যাক টু ব্যাক স্কুল ক্যাম্পেইন’ শিক্ষার্থী সমাবেশ অনুষ্ঠিত
মুক্তখবর ডেস্ক রিপোর্ট : বাংলাদেশ থেকে শিক্ষা বঞ্চিত মানুষের পাশে দাঁড়াতে তরুণ শিক্ষার্থী সমাবেশের ক্যাম্পেইন শুরু করা হয়েছে গত বছরের এপ্রিলে। বিশ্বের বিভিন্ন প্রান্তের অধিকার বঞ্চিত ১০ কোটি শিশুর জীবন মান উন্নয়নে যুব সম্প্রদায়ের ১০ কোটি সদস্যকে উদ্যোগী করতে নোবেল জয়ী কৈলাশ সত্যার্থীর উদ্যোগে ১০ কোটি শিক্ষা বঞ্চিত মানুষের জন্য আমরা দশ কোটি কর্মসূচির শুরু হয়। তারই ধারাবাহিকতায় বরিশালে শিক্ষার্থী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৮মার্চ) ধ্রুবতারা ইয়ূথ ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের আয়োজনে ও গণসাক্ষরতা অভিযানের সমন্বয়ে নগরীর মডেল স্কুল এন্ড কলেজের হলরুমে এই কর্মসূচী অনুষ্ঠিত হয়। ধ্রুবতারা ইয়ূথ ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের বরিশাল বিভাগীয় সভাপতি প্রফেসর শাহ্ সাজেদার সভাপতিত্বে এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বরিশাল-২ আসনের সংসদ সদস্য এ্যাডভোকেট তালুকদার মোঃ ইউনুস এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শহীদ আব্দুর রব সেরনিয়াবাত বরিশাল প্রেসক্লাবের সাধারন সম্পাদক এস.এম জাকির হোসেন, বিসিসি সাবেক প্যানেল মেয়র গোলাম মাহবুব, গণসাক্ষরতা অভিযানের ডেপুটি প্রোগ্রামার জামিল মোস্তাক, বরিশাল মডেল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মেজর ড. সিরাজুল ইসলাম উকিল, বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষক জাহাঙ্গির মোল্লা। এসময় উপস্থিত ছিলেন, ধ্রুবতারা ইয়ূথ ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের কেন্দ্রীয় নির্বাহী সংসদের সহ-সাধারন সম্পাদক পলাশ তালুকদার, আইসিটি সম্পাদক জিল্লুর রহমান সোহেল, জনসচেতনতা বিষয়ক সম্পাদক ও বরিশাল তরুণ সাংবাদিক ফোরামের সভাপতি মজিবর রহমান নাহিদ, প্রচার ও প্রকাশনা সম্পাদক অলি আহমেদ, মৎস বিষয়ক সম্পাদক কে এম রুবেল মাহমুদ প্রমুখ। কর্মসূচীতে সুবিধাবঞ্চিত শিশুদের মানসম্মত শিক্ষা নিশ্চিতের বিষয়ে লেখনীর মাধ্যমে তাদের মতামত তুলে ধরেন অনুষ্ঠানে অংশ নেয়া প্রায় ৫শতাধিক শিক্ষার্থীরা। এদের মধ্যে থেকে সেরা ১০শিক্ষার্থীদের মাঝে পুরষ্কার বিতরন করা হয়। এছাড়া শিক্ষার্থীদের শপথ বাক্য পাঠ করান প্রধান অতিথি তালুকদার মোঃ ইউনুস এমপি।
Post Views:
৯৬
|
|