খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল ও হাসপাতালে আহতর সাথে কথা বলেছেন
বরিশালে ব্যবস্থাপককে কুপিয়ে সাড়ে পাঁচ লাখ টাকা ছিনতাই
মুক্তখবর ডেস্ক রিপোর্ট : বরিশাল নগরী থেকে এসএমএম এক্সপ্রেস নামক একটি পার্সেল এন্ড কুরিয়ার সার্ভিসের শাখা ব্যবস্থাপককে কুপিয়ে সাড়ে পাঁচ লাখ টাকা ছিনতাই করা হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় নগরীর বগুরা রোড ও আগরপুর রোডের মধ্যবর্তী একটি গলিতে এ ঘটনা ঘটে। আহত শাখা ব্যবস্থাপক গোলাম কিবরিয়াকে (২৮) শেবাচিম হাসপাতালে ভর্তি করা হয়েছে। সে নগরীর ৫নং ওয়ার্ডের আমানতগঞ্জ এলাকার মৃত আমির চাঁন বয়াতীর পুত্র। আহত গোলাম বিকরিয়া জানান, গত ৭ মাস পূর্বে তিনি ঢাকার পার্সেল এন্ড কুরিয়ার সার্ভিস এসএমএম এক্সপ্রেসের শাখা আনেন বরিশালে। নগরীর বটতলা আহমদ আলী হাজির গলিতে অফিস নিয়ে তিনি ব্যবসা পরিচালনা করে আসছিলেন। বৃহস্পতিবার সন্ধ্যায় তিনি ৫ লাখ ৭২ হাজার ৫৩০ টাকা নিয়ে সদররোড থেকে অফিসের উদ্দেশ্যে রওয়ানা দেন। ওইসময় তিনি আগরপুর রোডের ভেতরের গলি দিয়ে বগুরা রোডে বের হওয়ার সময় কয়েকজন যুবক ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে ব্যাগ ভর্তি টাকা ও দুটি মোবাইল সেট নিয়ে যায়। কোতোয়ালী মডেল থানার ওসি (তদন্ত) আতাউর রহমান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল ও হাসপাতালে আহতর সাথে কথা বলেছেন। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।