নৌবিহারের উদ্বোধন করেন, বরিশাল জেলা প্রশাসক মো: হাবিবুর রহমান
বরিশালে বোয়াব’র নৌবিহার ও পিকনিক অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদক : বরিশাল বিভাগের (স্থায়ী বাসিন্দা) বিসিএস কর্মকর্তাদের সংঘটন বিসিএস অফিসার্স এসোসিয়েশন অব বরিশাল ডিভিশন (বোয়াব) এর নৌবিহার ও পিকনিক অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকাল ৯ টায় বরিশাল লঞ্চঘাটে ফারহান -৮ লঞ্চে নৌবিহারের উদ্বোধন করেন বরিশাল জেলা প্রশাসক মো: হাবিবুর রহমান। বরিশাল লঞ্চঘাট থেকে নৌবিহারের যাত্রা শুরু হয়ে গাবখান ব্রিজ সংলগ্ন ইকো পার্কে গিয়ে নৌবিহারের যাত্রা শেষ হয়। নৌবিহারে বরিশাল বিভাগের বিভন্ন ব্যাচ ও ক্যাডারের আড়াই শতাধিক বিসিএস কর্মকর্তা ও তাদের পরিবারবর্গ অংশ নেয়। লঞ্চে দিনব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠান, র্যাফেল ড্র, ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। নৌবিহারে বোয়াবের আহবায়ক বরিশাল সিটি করর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মো: ওয়াহিদুজ্জামান, বরিশাল ডিআইজি অফিসের অতিরিক্ত পুলিশ সুপার মো: ফয়েজ আহমেদ, কোষাধ্যক্ষ মো: মেহেদী মাসুদ, সাংগঠনিক সম্পাদক মো: মাসুম বিল্লাহ ছাড়াও অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।