১৫ জন বেঁদে ও ৩৫ জন দলিত জনগোষ্ঠীকে ৫০দিনব্যাপী টেইলারিং, মোবাইল সার্ভিসিং ও কম্পিউটার প্রশিক্ষণ প্রদান
বরিশালে বেঁদে জনগোষ্ঠীর উন্নয়ন শীর্ষক সেমিনার
বেঁদে ও অনগ্রসর জীবনগোষ্ঠীর জীবন-মান উন্নয়ন শীর্ষক সেমিনার বৃহস্পতিবার বেলা ১১টায় নগরীর কালীবাড়ি রোডস্থ সমাজসেবা কার্যালয়ের হলরুমে অনুষ্ঠিত হয়েছে। জেলা সমাজসেবা কার্যালয়ের উদ্যোগে অনুষ্ঠিত সেমিনারে সমাজসেবার উপ-পরিচালক মোঃ মোশাররফ হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, জেলা প্রশাসক মোঃ হাবিবুর রহমান। সেমিনারে জেলা প্রশাসক তার বক্তব্যে বেঁদে জনগোষ্ঠী ও অনগ্রসর জীবনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে সরকারী খাস জমি দেয়ার ঘোষণা করেন। অপরদিকে জেলা সমাজসেবা কার্যালয়ের উদ্যোগে ১৫ জন বেঁদে ও ৩৫ জন দলিত জনগোষ্ঠীকে ৫০দিনব্যাপী টেইলারিং, মোবাইল সার্ভিসিং ও কম্পিউটার প্রশিক্ষণ প্রদান করা হবে। বেঁদে ও অনগ্রসর জনগোষ্ঠীকে দক্ষতা বৃদ্ধির মাধ্যমে উন্নয়নের ধারায় ফিরিয়ে আনতে সরকারের পক্ষ থেকে এ উদ্যোগ গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছেন সমাজসেবার উপ-পরিচালক মোঃ মোশাররফ হোসেনে।