Current Bangladesh Time
শনিবার অক্টোবর ১৮, ২০২৫ ৪:০৯ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » বরিশালে বেঁদে জনগোষ্ঠীর উন্নয়ন শীর্ষক সেমিনার 
Thursday March 29, 2018 , 5:54 pm
Print this E-mail this

১৫ জন বেঁদে ও ৩৫ জন দলিত জনগোষ্ঠীকে ৫০দিনব্যাপী টেইলারিং, মোবাইল সার্ভিসিং ও কম্পিউটার প্রশিক্ষণ প্রদান

বরিশালে বেঁদে জনগোষ্ঠীর উন্নয়ন শীর্ষক সেমিনার


বেঁদে ও অনগ্রসর জীবনগোষ্ঠীর জীবন-মান উন্নয়ন শীর্ষক সেমিনার বৃহস্পতিবার বেলা ১১টায় নগরীর কালীবাড়ি রোডস্থ সমাজসেবা কার্যালয়ের হলরুমে অনুষ্ঠিত হয়েছে। জেলা সমাজসেবা কার্যালয়ের উদ্যোগে অনুষ্ঠিত সেমিনারে সমাজসেবার উপ-পরিচালক মোঃ মোশাররফ হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, জেলা প্রশাসক মোঃ হাবিবুর রহমান। সেমিনারে জেলা প্রশাসক তার বক্তব্যে বেঁদে জনগোষ্ঠী ও অনগ্রসর জীবনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে সরকারী খাস জমি দেয়ার ঘোষণা করেন। অপরদিকে জেলা সমাজসেবা কার্যালয়ের উদ্যোগে ১৫ জন বেঁদে ও ৩৫ জন দলিত জনগোষ্ঠীকে ৫০দিনব্যাপী টেইলারিং, মোবাইল সার্ভিসিং ও কম্পিউটার প্রশিক্ষণ প্রদান করা হবে। বেঁদে ও অনগ্রসর জনগোষ্ঠীকে দক্ষতা বৃদ্ধির মাধ্যমে উন্নয়নের ধারায় ফিরিয়ে আনতে সরকারের পক্ষ থেকে এ উদ্যোগ গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছেন সমাজসেবার উপ-পরিচালক মোঃ মোশাররফ হোসেনে।

শামীম আহমেদ, অতিথি প্রতিবেদক




Archives
Image
ঝুঁকিপূর্ণ ঘোষণার ১০ বছর পর বরিশালে ৩৫টি ভবন ভাঙা শুরু
Image
চট্টগ্রাম ইপিজেডে কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড
Image
সাত কলেজ নিয়ে বিভিন্ন গ্রুপ গুজব ছড়াচ্ছে : শিক্ষা উপদেষ্টা
Image
বর্ণাঢ্য আয়োজনে বরিশালে কালবেলা’র তৃতীয় বর্ষপূর্তি উদযাপন
Image
বরগুনার তালতলীতে জলবায়ু ঋণ বাতিলের দাবিতে পদযাত্রা