বৃক্ষমেলায় সরকারি এবং বেসরকারি মিলিয়ে প্রায় ৩০টি স্টল রয়েছে
বরিশালে বৃক্ষ মেলা শুরু
স্টাফ রিপোর্টার : ‘বৃক্ষরোপণ করে যে, সম্পদশালী হয় সে’-এই স্লোগানে বরিশালে ১৫ দিনব্যাপী বিভাগীয় বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা শুরু হয়েছে। এ উপলেক্ষে বরিশাল নগরের সার্কিট হাউজ মিলনায়তনের সামনে থেকে রেলি বের করা হয়। পরে নগরের মডেল স্কুল অ্যান্ড কলেজ অডিটোরিয়ামে সামাজিক বন বিভাগ, জেলা প্রশাসন এবং কৃষি সম্প্রসারণ অধিদফতরের আয়োজনে উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। জেলা প্রশাসক ড. গাজী মো. সাইফুজ্জামানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিভাগীয় কমিশনার মো. শহিদুজ্জামান। এতে বিশেষ অতিথি ছিলেন কোস্টাল অঞ্চলের বন সংরক্ষক গোবিন্দ রায়, কৃষি সম্প্রসারণ অধিদফতরের অতিরিক্ত পরিচালক কৃষিবিদ ওমর আলী শেখ, সদর উপজেলা চেয়ারম্যান সাইদুর রহমান রিন্টু, বিভাগীয় বন কর্মকর্তা মো. আবুল কালাম, বরিশাল মডেল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মেজর সিরাজুল ইসলাম উকিলসহ অন্য কর্মকর্তারা। বঙ্গবন্ধু উদ্যানে আয়োজিত বৃক্ষমেলায় সরকারি এবং বেসরকারি মিলিয়ে প্রায় ৩০টি স্টল রয়েছে।