|
নগরীর পশ্চিম কাউনিয়া সাধুর বটতলা এলাকায় এ কর্মসূচী পালিত হয়
বরিশালে বিড়ি শিল্প’র সমাবেশ ও গণ স্বাক্ষর কর্মসূচি পালন
বরিশালে বিড়ি শিল্প দ্রুত বন্ধ না করে সর্বক্ষেত্রে বৈষম্য দূর করার প্রতিবাদে সমাবেশ ও গণ স্বাক্ষর কর্মসূচি পালন করেছে বরিশাল অঞ্চলের বিড়ি শ্রমীক, ব্যাবসায়ী, তামাক চাষী ও ভোক্তাগন। আজ (২২-০৪-১৮) রবিবার দুপুর বারটায় নগরীর পশ্চিম কাউনিয়া সাধুর বটতলা এলাকায় এ কর্মসূচী পালিত হয়। এসময় বরিশাল কারিকর বিড়ি কারখানার সাধারন শ্রমীক ও শ্রমীক ইউনিয়নের মহিলা ও পুরুষ সদস্যরা বৈষম্য নীতি দুর করে সাধারন বিড়ি শ্রমীকদের বেঁচে থাকার পথ অবলম্বন না করে বিড়ি শিল্প কন্ধ না জন্য সরকারের প্রতি আহবান জানিয়ে গণ স্বাক্ষর কর্মসূচী পালন করেন। গণ স্বাক্ষর কর্মসূচীতে সমর্থন জানিয়ে এসময় উপস্থিত থেকে বক্তব্য রাখেন, ভোক্তা সংগঠনের সভাপতি মোঃ আসাদুজ্জামান, সাধারন সম্পাদক মোঃ সোহাগ, সাংগঠনিক সম্পাদক মোঃ মাহমুদ ও বরিশাল কারিকর বিড়ি শ্রমীক ইউনিয়নের সাধারন সম্পাদক আঃ হালিম, সাবেক সাধারন সম্পাদক আঃ রসিদ সহ বিভিন্ন বাজার থেকে আসা ভোক্তাগন।
শামীম আহমেদ, অতিথি প্রতিবেদক
Post Views:
১,৫৫৬
|
|