Current Bangladesh Time
শনিবার অক্টোবর ১২, ২০২৪ ১২:১১ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » বরিশালে বিসিসি মেয়র কামালসহ ৯ জনকে আদালতের শোকজ 
Tuesday January 2, 2018 , 1:35 pm
Print this E-mail this

নির্মিত ৩ তলা ভবন ভেঙ্গে ফেলতে না পারে এর প্রতিকার চেয়ে মামলাটি দায়ের করলে বিচারক ওই নির্দেশ দেন

বরিশালে বিসিসি মেয়র কামালসহ ৯ জনকে আদালতের শোকজ


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : বরিশালে বে-আইনীভাবে ভবন ভেঙ্গে ফেলার নোটিশ দেয়ায় বিসিসি মেয়রসহ ৯ জনকে কারন দর্শানোর নির্দেশ দিয়েছেন আদালত। গতকাল সোমবার বরিশাল সদর সিনিয়র সহকারী জজ আদালতের বিচারক মোঃ হাদীউজ্জামান আগামী ১৪ দিনের মধ্যে এ কারণ দর্শানোর নির্দেশ দেন। অন্যান্য যারা কারণ দর্শাবেন, বিসিসি’র প্রধান নির্বাহী কর্মকর্তা, সচিব, প্রধান প্রকৌশলী, ১১ নং ওয়ার্ডের দায়িত্বপ্রাপ্ত উপ সহকারী প্রকৌশলী, সিভিল শাখার নির্বাহী প্রকৌশলী, যান্ত্রিক শাখার সহকারী প্রকৌশলী, এস্টেট অফিসার এবং দক্ষিণ আলেকান্দা এলাকার আকরাম আলী খান। মামলা পরিচালনাকারী আইনজীবী আজাদ রহমান জানান, নগরীর দক্ষিণ আলেকান্দা এলাকার মাসুদ খান পৈতৃক ওয়ারিশ সূত্রে প্রাপ্ত জমিতে ২০০০ সালের ২৩ অক্টোবর প্লান নিয়ে তিনি তিনতলা ভবন নির্মাণ করে বসবাস করেছে। এছাড়া ওই সম্পত্তি ইসলামী ব্যাংক বরিশাল শাখায় বন্ধক রেখে ১০ লক্ষ টাকা ঋণ গ্রহণ করে। সম্প্রতি তার আপন বড় ভাই আকরাম আলী খান বরিশাল সিটি কর্পোরেশনের কর্মকর্তাদের ভুল বুঝিয়ে ছোট ভাই মাসুদকে মেয়াদ উত্তীর্ণ প্লান দিয়ে বিরোধ পূর্ণ জমিতে ইমারত নির্মান কাজ করার অভিযোগ তুলে তা অপসারণের নোটিশ করায়। মাসুদ নোটিশের যথাযথ উত্তর দেয়। এছাড়া বিসিসি’র ১১নং ওয়ার্ড কাউন্সিলর মজিবুর রহমানসহ ৫ জন কাউন্সিলর এবং উভয় পক্ষের নিজ নিজ সার্ভেয়ার দিয়ে স্থানীয়ভাবে বিরোধপূর্ন জমির সমস্যা নিস্পত্তি করা হয়। কিন্তু নিষ্পত্তিকৃত বিষয় নিয়ে প্রধান নির্বাহী কর্মকর্তা গত ২৬ ডিসেম্বর এক স্মারক আদেশের মাধ্যমে পুলিশ কমিশনারকে চিঠির মাধ্যমে ১১ নং ওয়ার্ড দক্ষিণ আলেকান্দা শহিদ আলতাফ মেমোরিয়াল স্কুল সড়কে প্লান বর্হিভূত অংশ অপসারণের জন্য আইন-শৃঙ্খলা রক্ষার্থে আগামী ২ জানুয়ারী থেকে ৪ জানুয়ারী সকাল ১টায় ২ জন এসআই, ২০ জন কনস্টেবল, ৬০ জন নারী কনস্টেবল ফোর্স নির্ভর অনুরোধ জানান। ওই স্মারক আদেশের বিরুদ্ধে মাসুদ স্থানীয় সরকার মন্ত্রনালয়ের সচিবের কাছে আপীল দায়ের করেন। এছাড়া ২৬ ডিসেম্বর বিসিসি’র দেয়া উচ্ছেদ নোটিশ বিরোধীয় হওয়ায় মাসুদ খানকে নিজ জমি থেকে বেদখল করতে না পারে এবং তার শান্তিপূর্ণ ভোগদখলে বিঘ্ন সৃষ্টি করতে না পারে ও তার নির্মিত ৩ তলা ভবন ভেঙ্গে ফেলতে না পারে এর প্রতিকার চেয়ে গতকাল মামলাটি দায়ের করলে বিচারক ওই নির্দেশ দেন।




Archives
Image
ডেঙ্গুতে আরও ৫ মৃত্যু, হাসপাতালে ভর্তি ৯৮১
Image
‘ক্রসফায়ারের নামে’ ছাত্রদল নেতাকে হত্যা: শেখ হাসিনার ফুপাতো ভাইসহ আসামি অর্ধশত
Image
বরিশালে রাস্তার উন্নয়ন কাজ বন্ধ রাখায় এলাকাবাসীর মানববন্ধন
Image
পটুয়াখালীতে ধরা পড়েছে ২ কেজি ২৮০ গ্রাম ওজনের এক ইলিশ
Image
কর্মবিরতিতে বরিশাল শেবাচিম হাসপাতালের নার্সরা