|
সরকারী-বেসরকারী উন্নয়ন সংস্থার সহযোগীতায় অনুষ্ঠানটি সুন্দরভাবে পালিত
বরিশালে বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত
মুক্তখবর ডেস্ক রিপোর্ট : ‘সর্বজনীন স্বাস্থ্য সুরক্ষা, সবার জন্য সর্বত্র’ এবারের প্রতিপাদ্য নিয়ে বিভাগীয় শহর বরিশালে বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে অনুষ্ঠিত হয়েছে আলোচনা সভা ও র্যালি। আজ (০৭-০৪-১৮) শনিবার সকাল ১০টায় স্বাস্থ্য দিবস উপলক্ষে বরিশাল সিভিল সার্জনের আয়োজনে নগরীর ব্রাউন্ড কম্পাউন্ড রোডস্থ বিভাগীয় স্বাস্থ্য প্রশিক্ষন কেন্দ্রে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বরিশাল সিভিল সার্জন ডাঃ মনোয়ার হোসেনের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, বরিশাল জেলা প্রশাসক মোঃ হাবিবুর রহমান। আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন, বিভাগীয় সহকারী স্বাস্থ্য পরিচালক ডাঃ জব্বার হাওলাদার, ডিপুটি সিভিল সার্জন ডাঃ শ্যামল কৃষ্ণ মন্ডল, বরিশাল সদর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ যতিন চন্দ্র রায়, ডাঃ দেলোয়ার হোসেন, সিনিয়র স্বাস্থ্য কর্মকর্তা সৈয়দ জলিল সহ বিভিন্ন সরকারী-বেসরকারী সংস্থার প্রতিনিধিগন। আলোচনা সভায় প্রধান অতিথি জেলা প্রশাসক মোঃ হাবিবুর রহমান বলেন, সরকার স্বাস্থ্য খাতে সর্বত্র মানুষের জন্য সহযোগীতা করে যাচ্ছে। প্রতিটি নাগরীকের সরকারী স্বাস্থ্য সেবা পাওয়ার অধিকার রয়েছে। তাই প্রতিটি ইউনিয়নের স্বাস্থ্য সেবা প্রতিষ্ঠানগুলোতে মানুষ যেন চিকিৎসকের কাছ থেকে স্বাস্থ্য সেবা পেতে পারে সেদিকে লক্ষ রেখে চিকিৎসকদের প্রতি আহবান জানান। বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে সরকারী-বেসরকারী উন্নয়ন সংস্থার সহযোগীতায় অনুষ্ঠানটি সুন্দরভাবে পালিত হয়। এর পূর্বে নগরীর অশ্বিনী কুমার টাউন হল চত্বর থেকে সিভিল সার্জন ডাঃ মনোয়ার হোসেনের নেতৃত্বে এক বণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে ব্রাউন্ড কমপাউন্ড বিভাগীয় স্বাস্থ্য প্রশিক্ষন কেন্দ্রে গিয়ে শেষ হয়।
Post Views:
৮০
|
|