প্রচ্ছদ » স্লাইডার নিউজ » বরিশালে বিশ্ব খাদ্য দিবস উপলক্ষে মানববন্ধন কর্মসূচি পালন
Tuesday October 16, 2018 , 9:08 pm
মানববন্ধন কর্মসূচি সহ র্যালি ও জেলা প্রশাসক দপ্তরে স্মারকলিপি প্রদান
বরিশালে বিশ্ব খাদ্য দিবস উপলক্ষে মানববন্ধন কর্মসূচি পালন
মুক্তখবর ডেস্ক রিপোর্ট : বরিশালে খাদ্য ও পুষ্টি অধিকার নিশ্চিত করা সহ কৃষি জমি সুরক্ষা করার দাবী জানিয়ে বিশ্ব খাদ্য দিবস উপলক্ষে মানববন্ধন কর্মসূচি সহ র্যালি ও জেলা প্রশাসক দপ্তরে স্মারকলিপি প্রদান করা হয়। সোমবার সকাল সাড়ে ১০টায় নগরীর সদররোডে এ কর্মসূচি পালন করে বেসরকারী উন্নয়ন সংস্থা খাদ্য নিরাপত্তা নেটওয়ার্ক, খাদ্য অধিকার বাংলাদেশ বরিশাল সহ বিভিন্ন সংগঠন। বরিশাল মানবাধিকার জোট সভাপতি ডাঃ সৈয়দ হাবিবুর রহমানের সভাপতিত্বে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠানে বক্তব্য রাখেন বরিশাল বিএনডিএন সভাপতি আনোয়ার জাহিদ, রনজিৎ দত্ত, মোঃ রফিকুল আলম, লিংকন বাড়ৈ, জাহানারা বেগম স্বপ্না প্রমুখ। অপরদিকে একই স্থানে খাদ্য অধিকার বাংলাদেশ বরিশাল কার্যলয়ের আয়োজনে মানববন্ধন ও নগরীতে র্যালি শেষে জেলা প্রশাসক দপ্তরে স্মারকলিপি প্রদান করেন তারা।