প্রচ্ছদ » স্লাইডার নিউজ » বরিশালে বিশ্বসাহিত্য কেন্দ্র পাঠচক্রের শ্রাবণের নৈসর্গ দর্শন
Saturday July 29, 2017 , 8:24 pm
অংশগ্রহন করে পাঠচক্রের একান্ত আড্ডাবাজরা
বরিশালে বিশ্বসাহিত্য কেন্দ্র পাঠচক্রের শ্রাবণের নৈসর্গ দর্শন
স্টাফ রিপোর্টার : বিশ্বসাহিত্য কেন্দ্র পাঠচক্রের উদ্যোগে বরিশালে শুক্রবার শ্রাবণ ধারায় নৈসর্গ দর্শন কর্মসূচি পালিত হয়।দিনভর প্রকৃতির সান্নিধ্যে থেকে ওই নৈসর্গ দর্শন কর্মসূচিতে অংশগ্রহন করে পাঠচক্রের একান্ত আড্ডাবাজরা।শুক্রবার সকাল ৭টা থেকে শুরু হওয়া ওই শ্রাবণ ধারায় নৈসর্গ দর্শন কর্মসূচিতে পাঠচক্রের সদস্য প্রকৃতি প্রেমিরা স্থল এবং নৌপথে দিনব্যাপী ভ্রমন করেন আটঘর, কুড়িয়ানা, ভিমরুলী, কৃত্তিপাশা জমিদার বাড়িসহ বরিশাল, পিরোজপুর ও ঝালকাঠি জেলার বিভিন্ন দর্শনীয় স্থান। কর্মব্যস্ত জীবনের একঘেঁয়েমি ও যান্ত্রিকতামুক্ত হয়ে শ্রাবণ ধারায় একটি দিন প্রকৃতির কাছাকাছি থেকে নির্মল শুদ্ধতার আনন্দে হৃদয়কে পরিপূর্ণ করতেই এমন আয়োজন করা হয় বলে জানান বিশ্বসাহিত্য কেন্দ্র পাঠচক্রের সমন্বয়কারী ও বরিশাল বিশ্ববিদ্যালয়ের সহকারী রেজিস্ট্রার ড. বাহাউদ্দিন গোলাপ।