|
| | | |
আদ্য শ্রাদ্ধ ও পরলৌকিক ক্রিয়া এবং জ্ঞাতি ও অতিথি সেবা অনুষ্ঠান অনুষ্ঠিত
বরিশালে বিশিষ্ট শিশু রোগ বিশেষজ্ঞ ডা: বিকাশ চন্দ্র নাগ’র পিতার পরলোকগমন
মুক্তখবর ডেস্ক রিপোর্ট : বরিশালের বিশিষ্ট শিশু রোগ বিশেষজ্ঞ ডা: বিকাশ চন্দ্র নাগ’র পিতৃদেব শ্রী লক্ষণ চন্দ্র নাগ গত ১০ মাঘ ১৪২৪ বঙ্গাব্দ (২৫ জানুয়ারী ২০১৮ খ্রী:) বুধবার ভোর ৪.০০ মিনিটে মায়া-মমতাচ্ছন্ন পার্থিব বন্ধন খুলে অনন্তলোকে লীন হয়েছেন। তাঁর আত্মার চিরশান্তি কামনার্থে তাঁর নিজ বাসভবন, ভক্তবাড়ী, দর্শনা, কালকিনি, মাদারীপুর-এ বৃহষ্পতিবার ৮ ফেব্রয়ারী ২০১৮ (২৫ মাঘ ১৪২৪ বঙ্গাব্দ)-এ আদ্য শ্রাদ্ধ ও পরলৌকিক ক্রিয়া ও ১০ ফেব্রয়ারী ২০১৮ (২৭ মাঘ ১৪২৪ বঙ্গাব্দ)-এ জ্ঞাতি ও অতিথি সেবা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বরিশাল মুক্তখবর পরিবারের পক্ষ থেকে গভীর শ্রদ্ধাঞ্জলী।
Post Views:
২,৫০৪
|
| | | |
|
| | | |
Archives
| | | | |
| | | |
|
|