আটককৃতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে
বরিশালে বিপুল পরিমান অস্ত্রসহ আট ডাকাত গ্রেপ্তার
মুক্তখবর ডেস্ক রিপোর্ট : বিপুল পরিমান দেশীয় অস্ত্র, খেলনা পিস্তল এবং ডাকাতির সরঞ্জামাদিসহ ডাকাতির প্রস্তুতিকালে আন্তজেলা ডাকাত দলের সর্দার আবদুল হাকিমসহ আট ডাকাত সদস্যকে গ্রেপ্তার করেছে র্যাব-৮’র সদস্যরা। রোববার বিকেলে র্যাবের লিগ্যাল এ- মিডিয়া উইং এর কমান্ডার আরাফাত ইসলাম (এনডি) বিপিএম সেবা সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন। র্যাব সূত্রে জানা গেছে, বাকেরগঞ্জের মহেশপুর এলাকার এক বাড়িতে ডাকাতির প্রস্তুতিকালে গোপন সংবাদের ভিত্তিত্বে র্যাব-৮’র সদস্যরা অভিযান চালিয়ে প্রথমে তিনজনকে আটক করে। পরবর্তীতে তাদের দেয়া তথ্যানুযায়ী, ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের ধলেশ্বরী টোল প্লাজায় র্যাব-১০’র সহযোগিতায় আরো পাঁচজনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলো-মহেশপুর এলাকার ডাকাত সর্দার আবদুল হাকিম, তার ঘনিষ্ঠ সহযোগি বাকেরগঞ্জের শাওন ইসলাম সোহাগ, নিজাম চৌকিদার, নাসির হাওলাদার, পটুয়াখালী সদরের কালাম হোসেন, রাঙ্গাবালীর আবদুর রহিম হাওলাদার, বরিশালের কাউনিয়া এলাকার রাজা খলিফা ও বরগুনার আমতলী এলাকার সেলিম মাতুব্বর। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে জানিয়ে র্যাব কর্মকর্তা জানিয়েছেন, আটককৃতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।