ধৃত আসামীর বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ
বরিশালে বিপুল পরিমাণ ইনজেকশন সহ গ্রেফতার ১
মুক্তখবর ডেস্ক রিপোর্ট : গোপন সংবাদের ভিত্তিতে নগর গোয়েন্দা বিএমপি’র একটি চৌকস টিম ৫ সেপ্টেম্বর রাত ১০:৪৫-এ কোতোয়ালি মডেল থানাধীন ৮ নং ওয়ার্ডস্থ কাটপট্টি রোডের এআর মেডিসিন মার্ট নামক দোকানে এক অভিযান পরিচালনা করেন। অভিযানে, কাউনিয়া থানাধীন ৪ নং শায়েস্তাবাদ ইউপি’র দক্ষিণ চরআইচা’র মোঃ আবুল হোসেন হাওলাদার ও তাসলিমা বেগমের ছেলে মোঃ আনোয়ার হোসেন হাওলাদার (৪০) কে র্যালট্রক্স-২মিলি-৪০ প্যাকেটে ৪০পিচ ইঞ্জেকশন, ন্যালবান-২. ৪৮ প্যাকেটে ৫ টি করে সর্বমোট (২৪০+৯) ২৪৯ পিচ ইঞ্জেকশন, ইজিয়াম ২ প্যাকেটে মোট ৩৭ পিচ ইঞ্জেকশন ও ফেনারেক্স ইঞ্জেকশন ১২ টি, সর্বমোট ৩৩৮ পিস ইনজেকশন সহ গ্রেফতার করেন। ধৃত আসামীর বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় যথাযথ আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে।