অতিরিক্ত টাকা আদায়ের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে অভিভাবকরা
বরিশালে বিনামূল্যের বইয়ের মূল্য তিন হাজার টাকা !
বরিশাল নগরী সংলগ্ন রায়পাশা-কড়াপুর ইউনিয়নের কড়াপুর পপুলার মাধ্যমিক বিধ্যালয়ের বিনামূল্যের বই পেতে শিক্ষার্থীদের অভিভাবকদের গুনতে হচ্ছে তিন হাজার টাকা। স্কুলের ম্যানেজিং কমিটির সভাপতি এবং প্রধান শিক্ষকের নির্দেশনায় বাধ্যতামুলকভাবে বিনামূল্যের বই বিক্রি করে টাকা আদায় করা হচ্ছে। এর প্রতিবাদে গতকাল বৃহস্পতিবার অতিরিক্ত টাকা আদায়ের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে অভিভাবকরা। মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন, অভিভাবক মো. মাহফুজ, মো. মাসুদ সিকদার ও মো. বাবুল খাঁন, মোঃ রাসেদ। বক্তারা বলেন, চলতি বছরের নতুন বই পেতে ভর্তির নাম করে বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও তার ভাই এডহক কমিটির সভাপতি মিলে শ্রেনী ভেদে ১৬৯০ টাকা থেকে ৩৫শ’ টাকা পর্যন্ত জোর পূর্বক আদায় করছেন। টাকা না দিলে নতুন বছরে ছাত্র-ছাত্রীদের নতুন বই দেওয়া হচ্ছে না। টানা তিন দিন তারা ভর্তির টাকা কমানোর জন্য প্রধান শিক্ষক ও এডহক কমিটির সভাপতির দ্বারে দ্বারে ঘুরেও টাকা ছাড়া ভর্তি কিংবা বই কোনটাই পাননি। বক্তাদের অভিযোগ, বর্তমান এডহক মেয়াদ উত্তীর্ণ হওয়ায় তারা খাম-খেয়ালী ভাবে বিদ্যালয় পরিচালনা করছে। এডহক কমিটির সভাপতি বিদ্যালয়ের প্রধান শিক্ষকের ভাই হওয়ায় তারা ইচ্ছে মাফিক সকল কার্যক্রম পরিচালণা করছে। যার ফলে বিদ্যালয়ের সকল ক্ষেত্রে ছাত্র-ছাত্রীদের অভিভাবকদের জিম্মি হতে হচ্ছে।