Current Bangladesh Time
মঙ্গলবার মার্চ ২৫, ২০২৫ ৮:৫৬ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » বরিশালে বিদ্যুৎ সংযোগ দেয়ার আগেই বিদ্যুৎ বিল এসে হাজির! 
Saturday August 18, 2018 , 12:12 pm
Print this E-mail this

এলাকার সহস্রাধীক গ্রাহককে মনগড়াভাবে ভূতুরে বিল পাঠানো হয়েছে বলেও গ্রাহকরা অভিযোগ করেন

বরিশালে বিদ্যুৎ সংযোগ দেয়ার আগেই বিদ্যুৎ বিল এসে হাজির!


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : ৬মাস পূর্বে বিদ্যুৎ সংযোগ পাওয়ার জন্য স্থানীয় পল্লী বিদ্যুৎ সমিতির জোনাল অফিসে আবেদন করেছিলেন জেলার বাবুগঞ্জ উপজেলার নতুনচর জাহাপুর গ্রামের বাসিন্দা হনুফা বেগম। গত ২মাস ধরে বসত ঘর পর্যন্ত বিদ্যুতের তার ঝুঁলিয়ে রাখলেও সংযোগ দেয়া হয়নি। বিদ্যুৎ সংযোগ না পেলেও গত জুলাই মাসের বিদ্যুৎ বিল পাঠিয়েছে পল্লী বিদ্যুৎ। ভূতুড়ে এ কান্ডটি ঘটিয়েছে পল্লী বিদ্যুৎ সমিতির জেলার গৌরনদী জোনাল অফিস। এছাড়াও জুলাই মাসে ওই এলাকার সহস্রাধীক গ্রাহককে মনগড়াভাবে ভূতুরে বিল পাঠানো হয়েছে বলেও গ্রাহকরা অভিযোগ করেন। বিদ্যুৎ সংযোগ না পেয়েও বিল পাওয়া নতুনচর জাহাপুর গ্রামের বাসিন্দা মোশাররফ মোল্লার স্ত্রী হনুফা বেগম জানান, বিদ্যুত ব্যবহার না করেও জুলাই মাসে তাকে ৭৮ টাকার বিল পাঠানো হয়েছে। বিষয়টি তিনি জোনাল অফিসে যোগাযোগ করেও কোন প্রতিকার পাননি। পল্লী বিদ্যুৎ অফিস থেকে তাকে জানিয়ে দেয়া হয় বিল পরিশোধ করতে। এতে স্থানীয়ভাবে বিরূপ প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। বিষয়টি জানার পর বাবুগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান সরদার খালেদ হোসেন স্বপন পল্লী বিদ্যুত সমিতির জেনারেল ম্যানেজারের সাথে যোগাযোগ করার পর গত চারদিন পূর্বে হনুফা বেগমের বসত ঘরে মিটার স্থাপন করে বিদ্যুৎ সংযোগ দেয়া হলেও ভূতুরে বিলের ব্যাপারে কোন সিদ্ধান্ত দেয়া হয়নি। ওই গ্রামের মৃত আবুল হোসেন হাওলাদারের পুত্র কবির হোসেন অভিযোগ করেন, পূর্বে প্রতি মাসে তার বসত ঘরে ১৫০ থেকে ১৮০ টাকা হারে বিদ্যুৎ বিল আসলেও জুলাই মাসে তার কাছে পাঠানো বিদ্যুৎ বিল এসেছে ৪৮০ টাকা। তিনি আরও জানান, স্থানীয় মসজিদে প্রতিমাসে ৮০ থেকে ৯০ টাকা বিল আসলেও জুলাই মাসে সেখানে বিল পাঠানো হয়েছে ১৮০ টাকা। এভাবেই পল্লী বিদ্যুৎ সমিতির গৌরনদী জোনাল অফিস থেকে ওই এলাকার সহস্রাধীক গ্রাহককে মনগড়াভাবে ভূতুরে বিল পাঠানো হয়েছে বলেও গ্রাহকরা অভিযোগ করেন। ফলে ভূক্তভোগী গ্রাহকদের মাঝে চরম অসন্তোষ দেখা দিয়েছে। নাম প্রকাশ না করার শর্তে পল্লী বিদ্যুৎ গৌরনদী জোনাল অফিসের দায়িত্বশীল এক কর্মকর্তা বলেন, বিষয়টি দেখভালের দায়িত্ব উপজেলার সরিকল বিদ্যুৎ অফিসের। তারাই ভাল বলতে পারবেন কি হয়েছে। এ ব্যাপারে সরিকল বিদ্যুত অফিসের প্রধান মোঃ গিয়াস উদ্দিনের ব্যবহৃত মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগ করা হলেও তিনি ফোন রিসিভ না করায় কোন বক্তব্য পাওয়া যায়নি।




Archives
Image
চীন সফরের মধ্য দিয়ে দুই দেশের সম্পর্ক আরও ঘনিষ্ঠ হবে : ড. ইউনূস
Image
বরিশালে ছিনতাই মামলায় ছাত্রদল নেতা কারাগারে
Image
নিরাপদ ঈদযাত্রা নিশ্চিত করতে বরিশালে কঠোর অবস্থানে বিআরটিএ
Image
ছায়ানটের অন্যতম প্রতিষ্ঠাতা সন্‌জীদা খাতুন আর নেই
Image
সচিবালয় এলাকায় শ্রমিক-পুলিশ সংঘর্ষ, আহত ৪০